গত বছরের গোড়ার দিকে সব টেলিকম অপারেটর সংস্থা তাদের দাম বাড়িয়েছিল, যার মধ্যে প্রথমেই ছিল জিও যার তাদের দাম বাড়িয়েছিল ৪০% শতাংশ। স্বভাবতই গ্রাহকদের মাথায় হাত পড়ে, এয়ারটেল ও ভোডাফোন তারপরই দাম বাড়ায় প্রায় ৪২%।
এবার জিও নিয়ে এল নতুন প্ল্যান, যার মাধ্যমে অল্প টান কমবে গ্রাহকদের পকেটে। ২১২১ টাকায় নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এল জিও, যার মেয়াদ থাকবে ৩৩৬ দিন বলে জানিয়েছে জিও টেলিকম অপারেটর সংস্থা। হ্যাপি নিউ ইয়ারে জিও যে নতুন প্ল্যান নিয়ে এসেছিল ৩৩৫ দিনের, কতকটা একই থাকছে এই নতুন প্ল্যান।
আরও পড়ুন : মাসে মাসে আর বেশি টাকা রিচার্জ নয়, এইভাবে বাঁচান প্রিপেইড প্ল্যানের টাকা, জানুন পদ্ধতি
২১২১ টাকার নতুন প্ল্যানে গ্রাহকেরা পাবেন প্রতিদিন দেড় জিবি ডেটা ব্যবহারের সুযোগ। জিও থেকে জিওতে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। জিও ছাড়া অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য ১২ হাজার মিনিট। থাকছে দৈনিক ১০০ টি এসএমএসের সুবিধা। এছাড়া জিও টিভি, জিও সিনেমা এবং জিও নিউজের মতো জিও অ্যাপসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। গুগল পে এবং পেটিএমের মাধ্যমেও নতুন এই প্ল্যানটি রিচার্জ করানো যাবে।