Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জিওর নতুন প্লানে মিলবে ফ্রিতে কল করার সুযোগ!

Updated :  Tuesday, October 22, 2019 1:23 PM

ট্রাই-এর নির্দেশ মেনে গ্রাহকদের উপর অতিরিক্ত মাশুলের বোঝা চাপিয়েছিল জিও। প্রথম থেকে ফ্রি-তে সুবিধা পেয়ে আসা জিও গ্রাহকদের কাছে যা ছিল বড় ধাক্কা। এতে অসন্তুষ্টও হয়েছিলেন একটা বড় অংশের গ্রাহক। তবে, গ্রাহকদের জন্য সুখবর শোনালো জিও। অন্য নেটওয়ার্ক ফোন করতে আর দিতে হবে না অতিরিক্ত মাশুল। এর জন্যে নতুন প্ল্যান নিয়ে এল জিও কর্তৃপক্ষ। এই প্ল্যানের মাধ্যমে বিনা শুল্কে মিলবে সমস্ত পরিষেবা। তবে আর আনলিমিটেড নয়, এবার সময় বেঁধে দিল জিও।

এই প্ল্যান পাওয়া যাবে ২২২ টাকায় ২৮ দিন, ৩৩৩ টাকায় ও ৪৪৪ টাকায় ৮৪ দিন। এই প্ল্যানের মাধ্যমে নেটের পাশাপাশি জিও নাম্বারে আনলিমিটেড কল ও অন্য নাম্বারে দৈনিক ১০০০ মিনিট কল টাইম পাওয়া যাবে। ১০০০ মিনিটের লিমিট পেরিয়ে যাওয়ার পর প্রতি মিনিটে অতিরিক্ত ৬ পয়সা মাশুল গুনতে হবে গ্রাহককে।