Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জিও এর নতুন প্রিপেড প্ল্যান! আবার আরও বেশি সস্তা, আরও বেশি ডেটা

Updated :  Tuesday, October 22, 2019 8:01 AM

মুকেশ আম্বানির জিও আসার পর বাজারে রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়।বিনামূল্যে পরিষেবা দেওয়া থেকে শুরু করে দারুন অফারের মাধ্যমে জিও প্রথম থেকে জয় করে এসেছে গ্রাহকদের মন। জিও আসার পর থেকে অন্যান্য নেটওয়ার্ক কোম্পানীগুলির বাজার ক্রমশ মার খেতে বসে। তবে সম্প্রতি সম্পূর্ণ অন্য পথে হাঁটে জিও।

ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী জিও ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে কল করলে গ্রাহকদের প্রতি মিনিটে ৬ পয়সা করে মাসুল দিতে হবে।এর জন্য জিও গ্রাহকদের জন্যে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান লঞ্চ করে। এবারে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করে জিও।এই নতুন প্ল্যানগুলি কি? এবং দেখে নিন এগুলি পুরোনো প্রিপেড প্ল্যান গুলির থেকে সস্তা নাকি।

জিওয়ের নতুন প্রিপেড প্ল্যানের মধ্যে প্রথমটি হল ২৯৯ টাকার। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবি করে ডাটা অর্থাৎ মোট ৮৪ জিবি ২৮ দিনের জন্যে। এছাড়া দ্বিতীয় প্ল্যানটিতে আপনি পেতে চলেছেন প্রতিদিন ২ জিবি করে মোট ১১২ জিবি ডাটা ৫৬ দিনের জন্যে মাত্র ৩৩৩ টাকায়। এবং শেষ প্ল্যানটিতে আপনাকে দেওয়া হচ্ছে ৩৪৯ টাকায় ৭০ দিনের জন্য ১.৫ জিবি করে মোট ১০৫ জিবি ডাটা।