Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোভিড পরিস্থিতিতে ফ্রি রিচার্জ দিচ্ছে Jio, আরও পাবেন এই সুবিধাগুলি

By
Updated :  Saturday, May 15, 2021 11:58 AM

ভারতের এই করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে, গত শুক্রবার বড় ঘোষণা করেছে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio। Jio Phone গ্রাহকদের জন্য একের পর এক অফার নিয়ে হাজির হয়েছে এই টেলিকম সংস্থা। করোনার এই পরিস্থিতিতে অনেকেরই রোজগার বন্ধ হয়ে গিয়েছে। আর তাদের কথা ভেবেই গ্রাহকদের ফ্রি অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি। চলুন জানা যাক Jio -এর এই রিচার্জ সম্পর্কে বিস্তারে,

কি রয়েছে এই অফারে ?

জিও ফোন ব্যবহারকারীদের মাসিক ৩০০ আউটগোয়িং কল অফার করবে কোম্পানি। গ্রাহক প্রতিদিন বিনামূল্যে পেয়ে যাবেন ১০ মিনিট করে আউটগোয়িং কল এর সুবিধা। আর তার ঠিক পরেই রয়েছে আরও বহু অফার। তবে পরবর্তি অফারগুলিও কেবল JioPhone ব্যবহারকারীদের জন্য। বিষয়টা ঠিক কেমন? চলুন জেনে নেওয়া যাক।

এই করোনা পরিস্থিতিতে গ্রাহক যে প্ল্যানটি রিচার্জ করবেন, তাকে সেই একই প্ল্যান ফ্রি তে অফার করবে কোম্পানি। মনে করুন আপনি ৭৫ টাকার প্ল্যানটি রিচার্জ করলেন। আপনাকে আবার একই প্ল্যান ফ্রি তে অফার করবে কোম্পানি। গ্রাহক চাইলে ফ্রি প্ল্যানটি পরের মাসে ব্যবহার করতে পারবেন। বলা বাহুল্য, সম্প্রতি Jio Phone ব্যবহারকারীদের জন্য ৭৫ টাকার প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। চলুন জানা যাক কি পাবেন এই প্ল্যানে,

Jio Phone এর ৭৫ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ৭৫ টাকার প্রি পেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে সব মিলিয়ে গ্রাহকদের মোট ৩ জিবি হাই স্পিড ডেটা অফার করা হয়। গ্রাহকদের JioPhone এর এই প্ল্যানে প্রতিদিন ০.১ জিবি ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন। তবে প্রতিদিন ব্যবহার করতে পারবেন এই ০.১ জিবি ডেটা।