বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। তাই ভারতীয় নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল নিয়ে এসেছে একেবারে সস্তা কিছু প্রিপেড প্ল্যান। এই সমস্ত প্ল্যান এককথায় টেক্কা দেবে জিও বা এয়ারটেল কোম্পানির প্ল্যানগুলিকে। আজকের এই প্রতিবেদনে BSNL কোম্পানির ব্যাপক সস্তার ৩ টি প্ল্যান সমন্ধে আপনাদের জানাবো যা সত্যিই লাভ করবে আপনার।
বিএসএনএল সম্প্রতি ৯৯ টাকা, ১৪৭ টাকা ও ১৮৭ টাকার তিনটি প্ল্যান এনেছে। এই তিনটি প্ল্যান এতটাই সস্তার যে সকল গ্রাহক খুশি হয়েছে। ৯৯ টাকার প্ল্যানে আপনি ১৯ দিনের বৈধতা পাবেন। এতে ১৯ দিনের জন্য আপনি যেকোনো নেটওয়ার্কে ভয়েস কল করতে পারবেন। কিন্তু এতে আপনি ইন্টারনেট ডাটা বা এসএমএস করতে পারবেন না। এই প্ল্যান যারা অনেক ভয়েস কল করেন, তাঁদের জন্য উপযুক্ত।
এরপর ১৪৭ টাকার প্ল্যানে আপনি ৩০ দিনের বৈধতা পাবেন। এই ৩০ দিনে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন আপনি। এছাড়া ১০ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাবে। আর ১৮৭ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। এই ২৮ দিনের আনলিমিটেড কল ও সেইসাথে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা দেওয়া হবে। আর এই প্ল্যান কিনলে বিনামূল্যে প্রতিদিন ১০০ টি এসএমএস করতে পারবেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside