Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২৫০ টাকার কম রিচার্জে পেয়ে যান প্রতিদিন ২ জিবি ডেটা, বাম্পার অফার আনল Jio

Updated :  Friday, March 19, 2021 10:06 AM

Reliance Jio এর ঝুলিতে প্রি পেইড রিচার্জ প্ল্যানের একটি লম্বা তালিকা রয়েছে। সেই সমস্ত প্ল্যানে গ্রাহকদের যেমন ফ্রি কলিং অফার করা হয়, তেমনই আবার থাকে বেশি ডেটার সুবিধা। তবে একটি কথা মানতেই হবে যে, গ্রাহকদের সব সময়ই নজর থাকে কম টাকার বেশি ডেটার প্ল্যানে। যদিও কেবল সস্তার ডেটা প্ল্যানের দিকে নজর দিলেই চলবে না, স্পিডের কথাটাও মাথায় রাখতে হবে। আজ ২৫০ টাকার কমের Jio এর সেরা ৩ টি প্ল্যানের সম্পর্কে জেনে নেওয়া যাক, চলুন জানা যাক-

Reliance Jio এর ১৪৯ টাকার প্রি পেইড প্ল্যান
Jio এর প্ল্যানীর বৈধতা ২৪ দিন। এই প্রি পেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা অফার করে কোম্পানি। এছাড়া এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। রয়েছে প্রতিদিনের ১০০ টি SMS এর সুবিধা। এছাড়া Jio এর অ্যাপগুলির সাবস্ক্রাইব করার সুযোগ ও দেওয়া হয় গ্রাহকদের।

Reliance Jio এর ১৯৯ টাকার প্রি পেইড প্ল্যান
Reliance Jio এর প্ল্যানীর বৈধতা ২৮ দিন। এই প্রি পেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা অফার করে কোম্পানি। এছাড়া এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। রয়েছে প্রতিদিনের ১০০ টি SMS এর সুবিধা। এছাড়া Jio এর অ্যাপগুলির সাবস্ক্রাইব করার সুযোগ ও দেওয়া হয় গ্রাহকদের।

Reliance Jio এর ২৪৯ টাকার প্রি পেইড রিচার্জ প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্রি পেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা অফার করে কোম্পানি। এছাড়া এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। রয়েছে প্রতিদিনের ১০০ টি SMS এর সুবিধা। এছাড়া Jio এর অ্যাপগুলির সাবস্ক্রাইব করার সুযোগ ও দেওয়া হয় গ্রাহকদের।