Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio Unlimited Calling Plan: দারুণ অফার, 448 টাকায় জিও দিচ্ছে 84 দিনের ভয়েস কল FREE

Updated :  Monday, September 15, 2025 3:52 PM
jio

ভারতের টেলিকম বাজারে প্রতিনিয়ত নানা অফার নিয়ে আসে বড় বড় কোম্পানিগুলি। তবে এবার জিও এমন এক প্ল্যান এনেছে যা বিশেষভাবে তৈরি হয়েছে সেই ব্যবহারকারীদের জন্য, যাদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন নেই বা বাড়িতে ওয়াই-ফাই কানেকশন রয়েছে। এই প্ল্যানের মূল ফোকাস কেবল ভয়েস কলিং সুবিধা। ফলে যারা মূলত ফোন কলের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি এক সাশ্রয়ী সমাধান।

জিওর ৪৪৮ টাকার ভয়েস-ওনলি প্ল্যান

জিও সম্প্রতি ৪৪৮ টাকার একটি বিশেষ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। এর পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুযোগ রয়েছে। প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন, অর্থাৎ প্রায় তিন মাসের জন্য এর সুবিধা উপভোগ করা যাবে। তবে মনে রাখতে হবে, এই প্ল্যানে কোনও ডেটা সুবিধা নেই। যারা ভেবেছেন এর সঙ্গে ফ্রি ডেটা থাকবে, তাদের জন্য স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে—ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আলাদা ডেটা প্ল্যান রিচার্জ করতে হবে।

অতিরিক্ত সুবিধা

ভয়েস কল ও SMS-এর পাশাপাশি এই প্ল্যানে আরও কিছু বাড়তি অফার দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা পাচ্ছেন জিও টিভির ফ্রি সাবস্ক্রিপশন। এর সঙ্গে রয়েছে জিও এআই ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস। ফলে ডেটা ছাড়াও এন্টারটেইনমেন্ট ও ডিজিটাল স্টোরেজ পরিষেবার সুবিধা ভোগ করা যাবে।

দীর্ঘমেয়াদী ভয়েস-ওনলি প্ল্যান

শুধু তিন মাস নয়, জিও এনেছে আরও বড় মেয়াদের একটি সাশ্রয়ী প্যাক। ১৭৪৮ টাকার এই ভয়েস-ওনলি প্ল্যানে রয়েছে প্রায় ৩৩৬ দিনের বৈধতা। অর্থাৎ, একবার রিচার্জ করলেই প্রায় এক বছরের জন্য আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এখানেও ডেটা পরিষেবা নেই, তবে ফোনে দীর্ঘ সময় ভয়েস কল ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে লাভজনক হতে পারে।

কারা বেছে নেবেন এই প্ল্যান

এই ধরনের প্ল্যান মূলত উপযুক্ত তাঁদের জন্য যাঁরা খুব কম ডেটা ব্যবহার করেন বা বাড়িতে ও অফিসে সবসময় ওয়াই-ফাইয়ের উপর নির্ভরশীল। ফলে তাঁদের জন্য অতিরিক্ত ডেটা প্ল্যান নেওয়ার প্রয়োজন হয় না। নিয়মিত ফোন কলে যাঁদের সময় কাটে, তাঁদের জন্য এটি একেবারে সেরা বিকল্প।

ডেটা-নির্ভর ব্যবহারকারীরা যেখানে সবসময় হাই-স্পিড ইন্টারনেট খোঁজেন, সেখানে কলিং-প্রেমী ব্যবহারকারীদের কথা ভেবে জিওর এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বল্প মূল্যে দীর্ঘ মেয়াদী কলিং সুবিধা দিতে সক্ষম এই প্ল্যান বাজারে ভালো সাড়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।