Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২০০ টাকার কমে একাধিক সুবিধার প্ল্যান নিয়ে আসলো জিও, ভোডাফোন, এয়ারটেল

Updated :  Wednesday, April 15, 2020 2:50 PM

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে কাজ সারতে হচ্ছে বাড়িতে বসেই। সাথে বেড়েছে ডেটা ব্যবহারের চাহিদা। সেই কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য একাধিক কমদামী প্ল্যান আনলো বিভিন্ন টেলিকম সংস্থা। ভোডাফোন, জিও এবং এয়ারটেলের মতো শীর্ষ সংস্থাগুলি এমন বেশকিছু ডেটা প্ল্যান এনেছে যার মূল্য ২০০ টাকারও কম। এছাড়া যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন, তাদের জন্য প্ল্যানগুলি খুবই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নিই টেলিকম সংস্থাগুলির প্ল্যান সম্পর্কে –

রিলায়েন্স জিও

১২৯ টাকাঃ মোট ২ জিবি ডেটা + ১০০০ মিনিট ননজিও কল + ৩০০ এসএমএস।

১৪৯ টাকাঃ প্রতিদিন ১ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল + ১০০ এসএমএস। বৈধতা ২৪ দিন।

১৯৯ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট ননজিও কল + ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।

ভোডাফোন

১২৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + ৩০০ এসএমএস। বৈধতা ২৪ দিন।

১৪৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + ৩০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।

এয়ারটেল 

৯৮ টাকাঃ মোট ৬ জিবি ডেটা + ৩০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।

১৪৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + আনলিমিটেড কল + ৩০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।