Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উৎসবের আগে জিওর উপহার, বাজারে এল JioPhone Prima 2 4G

রিলায়েন্স জিও দীপাবলির আগে ব্যবহারকারীদের খুশি করতে বাজারে একটি নতুন ফোন JioPhone Prima 2 4G লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর প্রকাশ পাওয়া জিওফোন প্রিমার পরবর্তী ভার্সন হিসেবে গণ্য করা…

Avatar

রিলায়েন্স জিও দীপাবলির আগে ব্যবহারকারীদের খুশি করতে বাজারে একটি নতুন ফোন JioPhone Prima 2 4G লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর প্রকাশ পাওয়া জিওফোন প্রিমার পরবর্তী ভার্সন হিসেবে গণ্য করা হচ্ছে। লেটেস্ট এই ফোনটি অনেক অসাধারণ ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে। জিওফোন প্রিমা ২ 4G ফোনের পিছনে লেদার টাইপ ফিনিস সহ একটি সম্পূর্ণ নতুন কার্ভ ডিজাইন রয়েছে।

ফোনের দাম ও ফিচার

লাক্স ব্লু রঙে লঞ্চ হয়েছে জিওফোন প্রিমা ২। এই ফোনের দাম রাখা হয়েছে ২, ৭৯৯ টাকা। এটি বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজনে পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই জিওমার্ট, রিলায়েন্স ডিজিটালের পাশাপাশি অন্যান্য খুচরা স্টোরগুলিতে পাওয়া যাবে। এই ফোনটি কাই-ওএস প্ল্যাটফর্মে চলে যা ইউটিউব, ফেসবুক এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্সের মতো বৈশিষ্ট্যগুলি সরবরাহ করে। এছাড়াও এতে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভন এবং আরও অনেক বিনোদন অ্যাপ রয়েছে। কোনও অ্যাপ ছাড়াই জিওচ্যাট এবং নেটিভ ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে রিয়ার এবং সেলফি ক্যামেরা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্যাটারি সহ অন্যান্য আরও ফিচার

এই ফোনে জিও পে এবং সাউন্ড অ্যালার্ট সুবিধার সঙ্গে ইউপিআই এবং স্ক্যান কিউআর পেমেন্টের বিকল্পও রয়েছে। জিও ফোনে রয়েছে ২০০০ এমএএইচের বড় ব্যাটারি। বিনোদনের জন্য ফোনটিতে এফএম রেডিও রয়েছে। ২৩টি ভাষা সাপোর্ট করে এই ফোন।

ফোনের ডিসপ্লে

এই ফোনে ৩২০*২৪০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ২.৪ ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে দেওয়া হচ্ছে। ফোনটিতে একটি এলইডি টর্চ এবং একটি রিয়ার ক্যামেরাও রয়েছে। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। জিও-র এই লেটেস্ট ফোনটি৫১২ এমবি র ্যাম দিয়ে সজ্জিত। ব্যবহারকারীরা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। রাউন্ড এজ ডিজাইনের এই ফোনটি এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসরে কাজ করে।

About Author