Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জল্পনার অবসান, দলে ফিরল জিতেন্দ্র, তবু ফিরে পেলেন না তার আগের পদ 

Updated :  Saturday, January 9, 2021 7:46 PM

টানা কয়েকদিন ধরে চলা জল্পনার এইদিন ঘটল অবসান। শনিবার তথা আজ আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসক পদে আসলেন অমরনাথ চট্টোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) আর প্রশাসক পদে বসাতে দেখা গেলনা রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। শনিবার নতুন প্রশাসকের নাম ঘোষণা করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। দলত্যাগের পরও দলে ফিরে কার্যত ব্রাত্যই রয়ে গেলেন শাসক শিবিরের নেতা জিতেন্দ্র তিওয়ারি। এই বিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরনিগনের বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। তিনি হলেন আসানসোলের পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর। জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই পুর প্রশাসক পদের দায়িত্ব নেবেন তিনি। অমরবাবু এই দায়িত্ব পাওয়ায় তার ওয়ার্ডের অনুগামী, নেতা, কর্মীদের পাশে খুশি সাধারণ মানুষজনও। অনেকের মতে, দেরিতে হলেও এতদিনে একজন যোগ্য ব্যক্তিকে পুরনিগমের শীর্ষ পদে বসানো হল। তার মানে, একাংশের প্রশ্ন ছিল জিতেন্দ্র তিওয়ারির যোগ্যতা নিয়ে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৪ ই অক্টোবর আসানসোল পুরনিগমের ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ ই অক্টোবর পুর প্রশাসক আসনে বসানো হয়েছিল প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। যে পুর প্রশাসক বোর্ড প্রস্তুত করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক পদ পরিবর্তনের মধ্যে গত ১৬ ই ডিসেম্বর পুর প্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। একইসাথে তিনি পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি সহ দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এই পরিস্থিতিতে তার গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু নাটকীয়ভাবে ঠিক দুইদিন পরেই আবারও শাসক শিবিরে ফেরেন জিতেন্দ্র। কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি। যোগ দিয়েছেন দলের কাজেও।

তবে আসানসোল পুরনিগমের পুরপ্রশাসক ও পশ্চিম বর্ধমানের জেলা সভাপতির পদে জিতেন্দ্র তিওয়ারিকে আর ফেরাল না তৃণমূল। এ নিয়ে তৃণমূলের ভিতরে গত কয়েকদিন ধরে চলছিল সমালোচনা । পুর প্রশাসক পদে বসার জন্য অন্যদের সঙ্গে বড় দাবিদার ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শেষপর্যন্ত প্রায় তিন সপ্তাহ পরে তাকেই সেই পদে বসানো হল। নতুন দায়িত্ব পাওয়ার পর জিতেন্দ্র প্রসঙ্গ এড়িয়ে অমরবাবুর প্রতিক্রিয়া, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”