Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি, অভিযোগ করলেন,”ওঁরা চাইছে না আমি দলে থাকি।”

Updated :  Thursday, December 17, 2020 8:37 PM

রাজ্যের শাসক দলে আরো একবার ভাঙ্গন। এবারে শুভেন্দু অধিকারীর পথ ধরে তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি। একই দিনে পরপর তৃণমূল ছাড়লেন দুই হেভিওয়েট নেতা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। পাশাপাশি আসানসোলের পুর প্রশাসকের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন এদিন। পাণ্ডবেশ্বর কার্যালয়ে হামলা চালানোর পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জিতেন্দ্র। জিতেন্দ্রর অভিযোগ,”ওরা চাইছে না আমি দ’লে থাকি। ”

তৃণমূল ছাড়ার আগে জিতেন্দ্র অভিযোগ করেন, পুর নিগমের প্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করার পর থেকে তার বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। পাণ্ডবেশ্বর এর বিধায়ক কার্যালয় থেকে তার ওপর হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা সেখানে হামলা চালিয়ে সমস্ত জিনিসপত্র ভাঙচুর এবং লুটপাট করে। তার অভিযোগ, কলকাতার বেশ কয়েকজন নেতা এই হামলার পেছনে রয়েছেন।

জিতেন্দ্র তিওয়ারি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,”যে দলে পুর প্রশাসকের পদ ছাড়ার পর কার্যালয়ে ভাঙচুর চালানো হয় সেই দলে থাকার কোনো মানে থাকেনা। এই কারণে আমি তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিতে চাইছি।” তবে আপাতত তিনি বিধায়ক থাকছেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন,”ভবিষ্যতে বিধায়ক পদ ছাড়বো কিনা, তা নিয়ে পাণ্ডবেশ্বর এর মানুষ দের সাথে কথা বলে দেখব।”

শুক্রবার মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বসার কথা ছিল জিতেন্দ্রর। সেখানে তার সমস্ত সমস্যা সমাধানের কথা। কিন্তু তার আগে দিন সকালবেলা আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর থেকে তার বিজেপিতে যোগ দেওয়া জল্পনা স্পষ্ট হয়েছে। এদিন সকালে জিতেন্দ্র বলেছেন,”আমি বিজেপিতে যেতে চাই না। বিজেপিকে সমর্থন করিনা। কিন্তু এখন তৃণমূল ছাড়ার পরে এই সিদ্ধান্তে বদল হবে কিনা তা ভেবে দেখবো। সমস্ত সিদ্ধান্ত সময় বলবে।”