Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ‘তিন সেকেন্ড’ তারপর ঘটলো ‘ঐতিহাসিক ঘটনা’

Updated :  Saturday, November 2, 2019 9:51 PM

ঘূর্ণিঝড় বয়ে গেলে যেমন এক লহমায় অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দিয়ে যায় সেই রকমই ভারতীয় ক্রিকেটের উপর দিকে এখন বয়ে চলেছে এক ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বোর্ড সভাপতি পদে আসীন হওয়ার পর পরই অত্যন্ত দ্রুত যেন অনেক কিছু পরিবর্তন হয়ে চলেছে। সেরকমই একটি হলো ভারতের দিন-রাতের টেস্টের প্রচলন যা গত কয়েক বছরে আগেই হতে পারতো কিন্তু হলো সৌরভ গাঙ্গুলীর বোর্ড সভাপতি হওয়ার অব্যবহিত পরেই।

দিনরাতের টেস্ট খেলার জন্য প্রথমে রাজি করানো দরকার ছিল ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি কে। মাত্র ৩ সেকেন্ডে সেই কাজ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন “বিরাটের সঙ্গে সাক্ষাতের পর আমার প্রথম প্রশ্ন ছিল আমাদের দিনরাতের টেস্ট খেলা উচিত তার উত্তরে বিরাট ৩ সেকেন্ডের মধ্যে জানায় ঠিক আছে তাহলে আয়োজনের ব্যবস্থা করা হোক”। সৌরভ আরো বলেন আমি জানিনা কেন ভারত আগে দিনরাতে টেস্ট খেলতে চাইনি কিন্তু কোহলির সাথে কথা বলে মনে হলো ও দিনরাতের টেস্ট খেলতে অত্যন্ত আগ্রহী, ওর হয়তো মনে হয়েছে এটাই টেস্ট ম্যাচে দর্শক আনার জন্য উপযুক্ত।