রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চলেছে রাজ্য সরকার। টিকাকরণ কর্মসূচি উদ্দিন জেলা শাসক এবং স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে এরকম মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন,” কেন্দ্রীয় সরকার পরিমাণে কম ভ্যাকসিন পাঠিয়েছে। এতে কিন্তু সকলের হবে না। তবে উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। রাজ্য সরকার সকলের জন্য ভ্যাকসিনের বন্দোবস্ত করবে।” অন্যদিকে এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতারা। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) বলেছেন,” এর থেকে বড় মিথ্যা আর কিছু হয়না।”
করোনাভাইরাস এর টিকাকরণ পূর্বঘোষণা মতোই শনিবার থেকে শুরু হয়ে গেল সারা দেশজুড়ে। সকাল থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এ দিনটিকে নিয়েছেন তৃণমূলের দুই বর্তমান এবং এক প্রাক্তন বিধায়ক। আর এই সম্পূর্ণ টিকাকরণ কর্মসূচি উপরে কড়া নজর রাখছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)।
মুখ্য সচিব ফোন করে জেলা শাসক এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। আবার তার ফোন থেকেই সরাসরি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা বার্তা দিলেন,’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিন্তু সেই কথা ঠিক নয়। এই নিয়ে যাতে কোনো সমস্যা তৈরি না হয় এবং গুজব না ছড়ায় তা আপনাদের জেলাশাসকদের নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তিনি সরকারি আধিকারিক, স্বাস্থ্য কর্মী এবং পুলিশকে ধন্যবাদ জানিয়ে তাদের কাজের ভূয়শী প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, ” অনেকেই মারা গিয়েছেন। কিন্তু আপনারা সকলে অত্যন্ত ভালো কাজ করে করোনার মোকাবিলা করেছেন। ভয় পাবার কোন কারন নেই। রাজ্য সরকার ভ্যাকসিন কেনার ব্যবস্থা করছে।” যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন নিচ্ছেন, তাদেরকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তার মন্তব্য,” রাজ্যের মানুষের সামনে মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলেন তা প্রমাণ হয়ে যাচ্ছে। সারা দেশে যত করণা যোদ্ধা রয়েছে তাদের সবার জন্য বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। কিন্তু মুখ্যমন্ত্রী সবাইকে চিঠি লিখেছেন, তার সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। এ থেকে বড় মিথ্যা আর কিছু হয়না।”