নিউজপলিটিক্সরাজ্য

রাজীবের পদত্যাগের পরেই তাকে বিজেপিতে আহ্বান কৈলাস বিজয়বর্গীয়ের, তাহলে রাজীব কি এবার গেরুয়া শিবিরে? 

কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybarghya) বললেন, "রাজীবের মত নেতা যদি বিজেপিতে যোগদান করতে চায়, তাহলে তাকে স্বাগত জানানো হবে"

Advertisement

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল বিদ্রোহী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) রাজ্যপালের কাছে চিঠি দিয়ে তার মন্ত্রিসভাপদ থেকে ইস্তফা দিলেন। আসলে দীর্ঘদিন ধরে রাজিবের সাথে শাসকদলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। বারংবার রাজিব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলার স্বর তুলছিলেন। বেশ ভালই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর বেশিদিন থাকতে চায় না। তার ওপর গত শনিবারের রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ স্পষ্টতই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলবদলের খেলায় নিজের নাম লেখাবেন।

অন্যদিকে গেরুয়া শিবির রাজীব বন্দ্যোপাধ্যায় এর ইস্তফাপত্র দেয়ার পর সম্পূর্ণ অন্য সুরে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন। এরইমধ্যে বিজেপির বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় ভালো ও সৎ নেতা। ওর নিজের আত্মমর্যাদা আছে। রাজিব বাংলার মানুষের জন্য কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেস থেকে রাজিব কখনো সোনার বাংলা গড়তে পারত না। তাই ও তৃণমূল ছাড়ছে। রাজিব এর মত নেতা যদি বিজেপিতে যোগদান করতে চায় তাহলে তাকে স্বাগত জানানো হবে।”

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় একই সুরে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় কে বিজেপিতে যোগদান করার আহ্বান জানায়। সরাসরি নাম না বললেও আজ দিলীপ ঘোষ বলেছেন, আমরা তো আমাদের শক্তির ওপর লড়ছি। আমাদের কর্মীদের উপর আমাদের ভরসা আছে। আসলে মানুষ পরিবর্তন চায়। তাই মানুষ আমাদের দলে যোগ দিতে চাইছে। যারা রাজ্যের এই অরাজকতার পরিবর্তন চান তারা আমাদের দলে যোগ দিতে পারেন। আমাদের দলে আপনাদের সুস্বাগতম। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, “মানুষের জন্য যারা কাজ করেন সেইসব জননেতাদের বিজেপিতে স্বাগতম জানাই আমি। ভোটের আগে দিদিমণির পাশে আর কেউ থাকবে না। তিন-চারজনের একটা দল হয়ে বসে থাকবে তৃণমূল কংগ্রেস।”

Related Articles

Back to top button