বঙ্গ রাজনীতিতে রাজ্যপাল ও শাসকদলের সংঘাত চলতেই থাকে। এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কড়া ভাষায় রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ করেছেন। কাকলি রাজ্যপাল জগদীপ ধনকরকে আজ অর্থাৎ শনিবার কটাক্ষ করে বলেছেন যে, “ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী কোন রাজ্যপাল কেউ যদি হয়ে থাকেন তাহলে তা হলেও বর্তমানে বাংলার রাজ্যপাল। সে রাজ্যপাল না হয়ে বরং বাংলার বিজেপি রাজ্য সভাপতি হতে পারত। তার কার্যকলাপ রাজভবনের অপমান করে।” এছাড়াও এক মাঘে শীত যায় না বলেও কটাক্ষ করেছেন তিনি রাজ্যপালকে।
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাকলি ঘোষ এর মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তৃণমূল সরকার অনেকদিন থেকেই রাজ্যপালকে ধমক দিচ্ছে। এমনকি যাদবপুরে সমাবর্তনে গেলে তার বিরুদ্ধে “গো ব্যাক” ধ্বনি ওঠে। রাজ্যপালের প্রতি এরকম অসভ্য ব্যবহারের তীব্র নিন্দা করেছেন তিনি।
রাজ্যপাল ছাড়াও কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও ছাড়েনি। তিনি করোনা ভাইরাস পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি সাফ বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। পরিযায়ী শ্রমিকদের বেহাল অবস্থায় রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছিল,কেন্দ্রীয় সরকার নয়। শুধুমাত্র করোনাভাইরাস না সামলাতে পারার কারণে পদত্যাগ করা উচিত কেন্দ্রীয় সরকারের।
আবার বহিরাগত ইস্যু নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কাকলি। তিনি বিদ্রূপ করে বলেছেন, “মমতার সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার মত বিজেপির কোন বাংলাতে নেতা নেই। তাই তারা বাইরে থেকে লোক আনাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলার গেরুয়া শিবিরের নেতাদের উপর কোন ভরসা নেই।” যেখানে রাজ্যে বিজেপির কোন স্থির নেতাই নেই সেখানে সে বাংলা বিধানসভা ভোটে জেতার দিবাস্বপ্ন দেখে বলে তিনি মনে করেন।