তৃণমূলের বেসুরো এবং দলের ত্যাগী নেতা মন্ত্রীদের এবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুধু আক্রমণ করা নয়, এদিন তিনি কে কি কারণে দল ছেড়েছেন তা একেবারে জনসমক্ষে ফাঁস করে দিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যে কর্মসংস্থান অনেক বেশি হয়েছিল। পাশাপাশি তিনি দলত্যাগী বিজেপিতে যোগ দেওয়া নেতাদের একযোগে আক্রমণ করলেন। ঘুরিয়ে তিনি কটাক্ষ করলেন, সুনীল মণ্ডল (Sunil Mondal), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দের। তিনি বললেন, সরকারি মন্ত্রিত্ব লোভের কারণে তারা দল ছেড়ে অন্য দলে যুক্ত হয়েছেন।
হাওড়া লিলুয়া চকপাড়া একটি জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যান বলেছেন,” যারা এই ধরনের কথাবার্তা বলছেন তারা সকলেই কিন্তু সুখের পাখি। দরকারের সময় তাদের কোন দেখা মেলে না। যতক্ষণ সুবিধা ততক্ষণ এনারা দলে। সুবিধা শেষ হলেই এরা সেখান থেকে বেরিয়ে যান। এরা শুধুমাত্র ক্ষমতার লোভে দল করেছেন। যে ডিপার্টমেন্টের কন্টাকটার এর সংখ্যা বেশি সেখানকার মন্ত্রিত্ব না দিলে তারা হয়েছেন বেসুরো। শেষ সময়ে এসে তাদের মনে পড়েছে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা। এতদিন তো তারা মন্ত্রী ছিলেন। তখন এই সমস্ত সমস্যা সমাধানের কথা কোথায় মনে ছিল? তখন সেই সমস্যা সমস্যা দূর করেননি কেন?”। নাম না করে এদিন দলত্যাগী তৃণমূল নেতাদের একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি আরো বলেছেন,” শেষ সময়ে এসে পেছন থেকে ছুরি মারছে দলকে এই সব নেতারা। টাকার লোভ দেখিয়ে নরেন্দ্র মোদী ( Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) এর মত নেতারা তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। এইজন্য তারা বিজেপিতে নাচতে চলে যাচ্ছে ন।” এছাড়াও তিনি সরাসরি বিরোধীদল বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন,” এক ইঞ্চি জমিও তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না। ২০০ এর বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।”