আবারও বেলাগাম হতে দেখা গেল শাসক শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এইবার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বললেন,”ভদ্রলোকের রক্ত গায়ে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়ান।” বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ সভার পালটা রবিবার সকালে উত্তরপাড়ায় পদযাত্রা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে।
অভিযোগের সুরে বলেন, “কেন্দ্রের টাকায় দলের কাজ করছেন উনি। আমি এর তীব্র নিন্দা করছি।” সৌমিত্র খাঁর বাইক মিছিল প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। বলেন, “গতকাল সৌমিত্র খাঁর বাইক মিছিলের অনুমতি ছিল না। তা সত্ত্বেও মিছিল হয়েছে। পুলিশ কোনও পদক্ষেপই করেনি।” এদিনের পদযাত্রা থেকে দলত্যাগী প্রবীর ঘোষালকে একহাত নেন কল্যাণ। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ভদ্রলোকের রক্ত শরীরে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়াক প্রবীর ঘোষাল। রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব।”
অন্যদিকে উঠেছে দল বদলের ঢল। শাসক শিবির থেকে প্রায়ই নেতারা দল বদল করে আসছেন গেরুয়া শিবিরে। দলত্যাগের পর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন বনমন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, বৈশালী ডালমিয়া প্রবীর ঘোষাল কেউই শাসকদলের নেতা-নেত্রীদের নিশানা থেকে রেহাই পাননি। প্রাক্তন সহকর্মী অর্থাৎ তৃণমূলের নেতারা একাধিক অভিযোগ তুলেছেন তাঁদের বিরুদ্ধে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তো কাউকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দেওয়া হয়েছে। যদিও সেসবকে পাত্তা দিতে নারাজ দলত্যাগীরা। তাঁদের একটাই লক্ষ্য, বাংলাকে মোদিজির হাতে তুলে দেওয়া।