Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডিসেম্বরে ‘তেজস’ ওড়াবেন অভিনেত্রী কঙ্গনা, ট্যুইটারে পোস্ট করলেন ছবি

Updated :  Friday, August 28, 2020 7:32 PM

সুশান্তের মৃত্যুর পর থেকে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে বলিউডের নেপোটিজম নিয়ে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। তাঁর হানা তির থেকে বাদ পড়েন নি ইন্ডাস্ট্রির বড় বড় প্রভাবশালী তারকারা। মাস দুয়েক ধরে মূলত নেপোটিজম আর সুশান্ত মামলা নিয়ে কঙ্গনার তেরছা পোস্ট দেখাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল নেটিজেনদের। তবে এবার টিম কঙ্গনা ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হল কঙ্গনার আগামী ছবির পোস্টার।

নিজের পরবর্তী ছবি ‘তেজস’ কে নিয়েই পোস্ট করলেন এবার অভিনেত্রী। আগামী ডিসেম্বর থেকেই ‘তেজস’ এর শুটিং শুরু হতে চলেছে। কঙ্গনাকে এই ছবিতে ভারতীয় বায়ুসেনার বিমানচালক এর ভূমিকায় দেখা যাবে।

শেয়ার করা ছবির পোস্টারে কঙ্গনাকে বায়ুসেনার বিমানচালকের পোশাকে দেখা যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে বায়ুসেনার অন্যতম শ্রেষ্ঠ শক্তি ফাইটার জেট ‘তেজস’। ক্যাপশনে কঙ্গনা লেখেন,’ডিসেম্বরেই তেজস উড়বে। ভারতীয় বায়ু সেনার সাহসী সেনাদের উদ্দেশ্যে সমর্পিত এই কাহিনীর অংশ হিসেবে গর্ব অনুভব করছি। ‘জয় হিন্দ।’

কঙ্গনা ১৫ বছরের ফিল্ম কেরিয়ার বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছেন। তবে এইরকম ভারতীয় সেনার চরিত্রে প্রথম তাঁকে দেখা যাবে।