Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কঙ্গনার সরাসরি তোপের মুখে – রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল

Updated :  Wednesday, September 2, 2020 9:05 PM

বলিউডের বাঘিনী ছেড়ে কথা বলছেন না। বলিউডের একেবারে ঘাড়ের পাশে নিঃশ্বাস ছাড়ছেন কঙ্গনা। এবারে সরাসরি ট্যুইট করে জানালেন কারা নিয়মিত কোকেইন নেন এবং মাদক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত। রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল এর নাম উঠে এল কঙ্গনার ট্যুইটে। এর মধ্যে করণ জোহর হলেন নাটের গুরু, অনেক লোকের জীবন নষ্ট করেছেন, এমনটাই জোর গলায় বলেন কঙ্গনা।

কঙ্গনার সরাসরি তোপের মুখে - রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল

এবারে প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে কঙ্গনা মন্তব্য করেন, করণ জোহর হলেন একজন মুভি মাফিয়া। এতজনের জীবন নষ্ট করেও করণ জোহরের মতো মানুষ এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এছাড়াও কঙ্গনা অভিযোগ করে প্রশ্ন রেখেছেন, ‘‌এমনই যদি পরিস্থিতি হয়, তাহলে আমাদের জন্য কী কোনও আশার আলো আছে?‌ সব মিটে গেলে ওঁদের গ্যাং তো আমার জন্য আসবে।’‌ এর আগেও কঙ্গনা প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে বলে, ‘‌স্বচ্ছ ভারত মিশনের আওতায় করন জোহারের মতো লোককে পরিষ্কার করা দরকার।”

কঙ্গনার সরাসরি তোপের মুখে - রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল

উল্লেখ্য কঙ্গনা চলচ্চিত্র নির্মাতা এবং এই অভিনেতাদের ‘হায়েনাদের গ্যাং’ বলেও সম্বোধন করেছেন। এঁরা পরবর্তীতে যেকোনো সময় কঙ্গনার উপর চড়াও হতে পারেন বলে আশঙ্কার কথাও জানিয়েছেন কঙ্গনা। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, বলিউডের ৯০ শতাংশ অভিনেতা ও অভিনেত্রীরা মাদকের নেশায় যুক্ত।

কঙ্গনা ইতিমধ্যে রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অয়ন মুখার্জি ও ভিকি কৌশলকে রক্তের নমুনা পরীক্ষা করার জন্যে অনুরোধ করেছেন। “I request Ranveer Singh, Ranbir Kapoor, Ayan Mukerji, Vicky Kaushik to give their blood samples for drug test, there are rumours that they are cocaine addicts, I want them to bust these rumours, these young men can inspire millions if they present clean samples. @PMOIndia,”