Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুম্বাই ছাড়ার আগে উদ্ধব ঠাকরে-কে কোন পরামর্শ দিয়ে গেলেন কঙ্গনা?

Updated :  Monday, September 14, 2020 10:01 PM

“সুশান্তের খুনি, মাদক চক্রের পর্দা ফাঁস করতে চাইছি বলেই অসুবিধা হচ্ছে উদ্ধব ঠাকরের” ঠিক এই কথাটাই কঙ্গনা মুম্বাই ছাড়ার আগে উদ্ধব ঠাকরের উদ্দ্যেশে বলে যান। আপনি এটাকে পরামর্শ ভাবতে পারেন বা খোঁচা। প্রসঙ্গত, সোমবার মুম্বই ছাড়েন কঙ্গনা রানাউত। গত বুধবার মানালি থেকে তড়িঘড়ি ফিরেছিলেন কঙ্গনা রানাউত Y ক্যাটাগরি সুরক্ষা সমেত। এরপরেই সোমবার পরিকল্পনা অনুযায়ী মুম্বাই ছাড়েন অভিনেত্রী।

যাওয়ার আগেও একহাত নিলেন অভিনেত্রী মহারাষ্ট্র সরকারের উপর। সোমবার সকাল থেকে নিজের টুইটার হ্যান্ডেলে একাধিক টুইট করেন বলিউড অভিনেত্রী। ট্যুইটের মাধ্যমেই শিবসেনার উপর চড়াও হন। তিনি স্পষ্ট করে বলেন, “মুভি মাফিয়া, মাদক চক্র, সুশান্তের ‘খুনিদের’ মুখোশ খুলতে চেয়েছেন বলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁকে নিয়ে সমস্যায় পড়েছেন।”

এমনকি কঙ্গনা মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে মুভি মাফিয়াদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ জানান। চলুন দেখে নিই, কঙ্গনার সেই ট্যুইট।

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে উদ্ধব-পুত্র আদিত্যর যোগ রয়েছে বলে স্পষ্ট করে জানান অভিনেত্রী। এবার একেবারে সরাসরি তোপ দাগেন অভিনেত্রী। অবশ্য, উদ্ধব ঠাকরে এই ব্যপারে মুখ না খুললেও, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত পাল্টা আক্রম করেন কঙ্গনার বিরুদ্ধে। তাঁর দাবি, ঠাকরে পরিবার এবং মহারাষ্ট্র সরকারকে কালিমালিপ্ত করতেই বিরোধীরা ওই ধরনের চক্রান্ত করছে।