Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের ছেলেবেলার ছবি ফাঁস করলেন করিনা কাপুর, দেখুন সেই ছবি

বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে ইনি একজন। ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়ে বলিউডের সুপারস্টার তকমাটিও লাগিয়ে নেয় নিজের গায়ে। প্রায় দু দশক কাজ করার পরেও এখনও অভিনয়ের যাত্রা অব্যাহত…

Avatar

বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে ইনি একজন। ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়ে বলিউডের সুপারস্টার তকমাটিও লাগিয়ে নেয় নিজের গায়ে। প্রায় দু দশক কাজ করার পরেও এখনও অভিনয়ের যাত্রা অব্যাহত রেখেছেন অভিনেত্রী করিনা কাপুর খান।

সফল কেরিয়ারের পর অভিনেতা সঈফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল সঈফের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর করিনা সন্তানসম্ভবা হলে সকলে ধরেই নেন তিনি আর বলিউডে ক্যামব্যাক করতে পারবেন না। সকলের ধারনাকে ভুল প্রমান করে তৈমুরের জন্মের পর কিছু মাস বিরতি নিয়ে নিজেকে জিরো ফিগারে ফিরিয়ে আনেন করিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সমুদ্রপাড়ে হট লুকে ইলিয়ানা ডি ক্রুজ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়

তার ছেলে তৈমুর এখন নেটিজেনদের কাছে একজন কিউট সেনসেশন। মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় এই স্টারকিড সর্বত্রই মিডিয়ার অ্যাটেনশন পেয়ে চলেন যা নিয়ে বহু সাক্ষাৎকারে বিরক্তি প্রকাশ করেছেন সঈফ ও করিনা উভয়েই। তৈমুরের মতোই ছেলেবেলায় কিউটনেসে ভরপুর ছিলেন করিনাও।

অতি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একেবারে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে খুশিতে ঢগমগ হাসিমুখের শিশু করিনার ছবি যা দেখে আবেগে ভেসেছেন করিনার ভক্তরা। করিনাকে শেষ দেখা গিয়েছে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে যেটি বক্সঅফিসেও বেশ সফল এছাড়া করন জোহরের আপকামিং ড্রিম প্রজেক্ট ‘তখত’এ করিনাকে একটি গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। করিনার ছেলেবলার ছবিটি আরও একবার দেখে নিন নীচের পোস্টটিতে স্ক্রল করে।

 

View this post on Instagram

 

” Me… when someone tries to shake my hand these days! ” – @kareenakapoorkhan #StayHome #StaySafe #SocialDistancing

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

About Author