Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ে বাড়িতে হলুদ শাড়ির সাজে সুন্দরী করিনা, নেটদুনিয়া কাঁপাচ্ছে এই ছবি

Updated :  Monday, February 3, 2020 11:05 PM

কৌশিক পোল্ল্যে: বরাবরই নিজেকে ভিন্ন লুকে সাজিয়ে তুলতে ভালোবাসেন নবাবপত্নী করিনা কাপুর। তুতো ভাইয়ের বিয়ের সংগীত অনুষ্ঠানে সে সুযোগ হাতছাড়া করেননি। নিজের নজরকাড়া লুক মেনটেন করলেন তিনি।

আরমান জৈন ও অনীশা মালহোত্রার বিয়ের আগের পর্বের সংগীত অনুষ্ঠান থেকে ভাইরাল হল করিনার এই ছবিগুলি। হলুদ শাড়িতে চুলে খোঁপা করে ট্র্যাডিশনাল সাজে নজর কাড়লেন করিনা।

আরও পড়ুন : ট্রান্সপারেন্ট শাড়িতে ঝুমা বৌদির হট লুক, দেখুন সেই ছবি

বিয়ের অনুষ্ঠান থেকে বহু ছবিই পোস্ট করেছেন করিনা নিজে। দিদি কারিশ্মা কাপুরও পোস্ট করেছেন ছবি। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পাওয়া গেল তৈমুরকে। মায়ের সঙ্গে হলুদ পাঞ্জাবিতে দেখা গেল খুদে নবাবকে।

ছবির ক্যাপশনে নিজের মেক-আপ ম্যান ও স্টাইলিশদের নাম উল্লেখ করে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন #আরমানকীশাদি। ছবিতে উপছে পড়ছে লাইক ও শেয়ারের বন্যা। সদ্য কার্তিক আরিয়ানের সঙ্গে রাম্পে হেঁটেও বেশ খবরে ছিলেন করিনা তার সেই ট্রেন্ডই ধরে রাখল এই ছবিগুলি।