ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যেন জানার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। মহেন্দ্র সিং ধোনির কর্ম জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায় সব নেট প্রেমীরাই অবগত। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বর্তমানে রাঁচিতে স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভার সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ভারতের সফলতম অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বর্তমানে নিয়মিতভাবে খেলছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ তথা আইপিএল। তিনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত সকল প্রকার টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন।
তবে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম যাত্রা মোটেও সুখের ছিল না। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে ভারতীয় দলের সফলতম অধিনায়ক হওয়ার কঠিনতম লড়াই করো অজানা নয়। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত “এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি” সিনেমার জন্য তার ব্যক্তিগত জীবন সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষ ওয়াকিবহল। সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে মহেন্দ্র সিং ধোনি প্রিয়াঙ্কা ঝাঁ-র সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন।
তবে দুর্ঘটনার কারণে প্রিয়াঙ্কা-ধোনির ভালোবাসার পূর্ণতা পায়নি। তবে মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেম প্রিয়াংকার সৌন্দর্য ছিল যে কোন বলি অভিনেত্রীর চেয়ে লাবণ্যময়। ক্যাটরিনা কারিনার সৌন্দর্য তার সামনে ম্লান হয়ে পড়তো। এবার ধোনির সেই প্রথম প্রেমিকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, একটা সময় ধোনি প্রিয়াঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন যে, বাকি জীবনটাও তারা এক সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন তিনি। তবে আকস্মিক পথ দুর্ঘটনা সমস্ত পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয় ভারতীয় অধিনায়কের।
দুর্ভাগ্যবশত প্রিয়াঙ্কার মৃত্যু হৃদয় কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের। এরপর সম্পূর্ণ বদলে যেতে থাকে ধোনির স্বাভাবিক জীবন। তবে সাক্ষীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরে স্বাভাবিক জীবনে ফেরেন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির জীবনে অকল্পনীয় এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে, যখন নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি খেলায় ব্যস্ত ছিলেন। ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝাঁ। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।