Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফুরফুরে মেজাজে কৌশানি, পোস্ট করলেন এই ছবি

Updated :  Friday, January 10, 2020 10:54 PM

কৌশিক পোল্ল্যে: কেরিয়ারের শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী কৌশানি ইন্ড্রাস্টিতে দেখতে দেখতে পাঁচ বছর পার করে ফেললেন। এর মধ্যেই সেরে ফেলেছেন বহু কমার্শিয়াল ও মাল্টিস্টারার সিনেমা।

অভিনেতা বনি সেনগুপ্তের সাথে তার সম্পর্কের কথা কারোরই অজানা নয়। একসঙ্গে এই পরিপাটি যুগলকে বেশ মেনে নিয়েছেন বাঙালি দর্শকগন, আর কৌশানির কেরিয়ারের সিংহভাগ ছবিই বনির সঙ্গে। সিনেমার পাশাপাশি সোশাল মিডিয়াতেও কৌশানি এখন একটি চেনা বাঙালি মুখ, তার ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়।

আরও পড়ুন : বয়কট করা গেল না সিনেমা, ছপাকের স্ক্রিনিংয়ে রনবীরকে প্রকাশ্যে চুম্বন দীপিকার

সদ্য ইনস্টাগ্রামে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন তিনি। সুন্দর লুকের এই প্রানোজ্জ্বল ছবিটি এক মুহূর্তেই দৃষ্টি আকর্ষন করে। কৌশানির মিষ্টি হাসি সত্যিই এক নিমেষে মন ভুলিয়ে দেয়। ছবির নীচে বনির কমপ্লিমেন্ট তাতে বিশেষ মাত্রা যোগ করেছে। বনি তার বিশেষ বান্ধবীর ছবিতে কমেন্ট করে তাকে কমপ্লিনেট দিতে কখনোই ভোলেন না। কৌশানির এই সুন্দর ছবিটি একঝলক দেখে নিতেই পারেন আপনিও।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani) on