ভারতে এই মুহূর্তে বিভিন্ন প্রিমিয়াম কোম্পানিগুলিও কম বাজেটের মধ্যে নতুন নতুন বাইক নিয়ে আসা শুরু করেছে। কিছুদিন আগেই ভারতের অন্যতম বড় বাইক কোম্পানি রয়েল এনফিল্ড নিয়ে এসেছিল তাদের বাজেট সেগমেন্টের নতুন বাইক হান্টার। এই বাইকটি রীতিমতো ভারতের মার্কেট কে একেবারে নাড়িয়ে দিয়েছিল। রয়েল এনফিল্ড এর দেখানো রাস্তাতে হেঁটেই এবার বাজেট সেগমেন্ট এর মধ্যে নতুন বাইক নিয়ে আসার চেষ্টা করছে জাপানের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি কাওয়াসাকি। এই কোম্পানিটি নিজের পুরনো রেট্রো স্টাইল বাইক Kawasaki W175 লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই এই বাইকটি লঞ্চ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিগত কয়েকদিন ধরেই এই বাইকের লঞ্চ হওয়ার বিষয়টি খবরের শিরোনামে ছিল। এই মাসে ২৫ তারিখ এই বাইকটি লঞ্চ হওয়ার কথা। ইতিমধ্যেই এই বাইকের ব্রশার লঞ্চ হয়ে গিয়েছে। এই বাইক আপনারা পেয়ে যাবেন ইবনি ব্ল্যাক রঙে এবং তার সাথেই একটি স্পেশাল এডিশনও থাকছে যার রং হবে লাল। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কোম্পানি এই বাইকের টিজার লঞ্চ করে দিয়েছে। এই টিজারে আমরা একটি বাইক দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র W লেখা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই বাইকের নাম হবে কাওয়াসাকি W175। এই বাইকটি হতে চলেছে একেবারে মেড ইন ইন্ডিয়া কনসেপ্টে তৈরি। সূত্রের খবর অনুযায়ী এই বাইকের দাম হতে পারে মোটামুটি ১.৫ লক্ষ টাকার কাছাকাছি। তবে এখনো পর্যন্ত এই বাইকের ব্যাপারে বেশি কিছু জানায়নি কাওয়াসাকি কোম্পানিটি।
সূত্রের খবর অনুযায়ী এই বাইকে আপনারা পেয়ে যেতে চলেছেন ১৭৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১৩ বিএইচপি শক্তিতে ১৩.২ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই বাইকে আপনারা পাচ্ছেন ৫ স্পিড গিয়ার বক্সের সুবিধা। এই বাইকের ওজন ১৩৫ কিলোগ্রাম। কাওয়াসাকি কোম্পানির এই নতুন বাইক আপনারা এলইডি হেডলাইট পেতেও পারেন আবার নাও পারেন। তবে এই বাইকের ইন্সট্রুমেন্টেশন হবে পুরোপুরি অ্যানালগ।
কাওয়াসাকি কোম্পানির এই নতুন বাইকটি হতে চলেছে একেবারে রেট্রো ডিজাইনের, যেখানে এই বাইকটি ফ্যামিলি ক্লাস টার্গেট করেছে। এর আগেও কাওয়াসাকি নিজের W প্ল্যাটফর্মের উপর একটি বাইক নিয়ে এসেছিল। অর্থাৎ এটি হতে চলেছে W প্ল্যাটফর্ম এর উপরে তৈরি কাওয়াসাকি কোম্পানির দ্বিতীয় বাইক। এই বাইকে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক একটি ইন্সট্রুমেন্ট ক্লাসটার এবং সার্কুলার থিম ইন্ডীকেটর। এই বাইকের ফুয়েল ট্যাংক এবং সাইড প্যানেল গোল আকৃতি। ফলে, যে রেট্রো ডিজাইনের উপরে বাইকে তৈরি করার কথা রয়েছে তা একেবারে ভালোভাবে পালিত হতে চলেছে।