নিউজ

হোটেল রুম নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি, নাহলে বড় সমস্যা হতে পারে

হোটেল রুম হল খুবই নিজস্ব জায়গা যা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত

Advertisement

সামনেই আসছে শীতকাল। আর এই সময়ে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। কোথাও ঘুরতে গিয়ে প্রথম যেই জিনিসের দরকার পড়ে তা হল হোটেল রুম। আগে কোথাও ঘুরতে গিয়ে হোটেল রুম খুঁজতে নাজেহাল হতে হত পর্যটককে। তবে আজকাল টেকনোলজির জামানায় তৈরি হয়েছে অনেক অনলাইন ওয়েবসাইট যার মাধ্যমে আপনি নিজের ঘরে বসে আগে থাকতে হোটেল বুক করতে পারেন। এই হোটেল রুম হল খুবই নিজস্ব জায়গা। অনেকেই এই হোটেলে সারাদিন ভ্রমণের পর নিজের সঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেন। তবে হোটেলে রাত কাটানোর আগে আপনার অবশ্যই কিছু বিশেষ বিষয় জেনে নেওয়া দরকার। নাহলে নিজের অজান্তে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

কোনো হোটেলে গেলে প্রথমেই বেশ কয়েকটি জিনিস আপনার চেক করে নেওয়া উচিত। প্রথমত, হোটেলের মধ্যে যে জিনিসটির দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তা হল হোটেলের শৌচালয়। হোটেল রুমের সঙ্গে অ্যাটাচ শৌচালয় ব্যবহার করার আগে ভালো করে দেখে নিতে হবে যে কোনো পোকামাকড় তার ভেতর বাসা বেঁধেছে কিনা। কমোড থাকলে ভালো করে ফ্ল্যাশ করে নিতে হবে। এই হোটেলের শৌচালয় থেকে অনেক ধরনের রোগ ছড়ায়।

এছাড়া হোটেল থেকে দেওয়া যেকোনো মগ বা জলের গ্লাস ব্যবহার করার আগে নিজে থেকে ভালো করে ধুয়ে নিন। গ্লাস থেকে রোগ সংক্রমণ সবথেকে বেশি ছড়ায়। এছাড়াও, বিছানার চাদর তুলে ভালোভাবে দেখে নিতে হবে যে বিছানায় কোনরকম পোকামাকড় আছে নাকি। আর হোটেল রুমে ঢোকার পর দরজায় লক আছে নাকি দেখতে হবে। শেষমেষ, যেকোনো হোটেলে ঢোকার সময় দেখে নিতে হবে তার আপদকালীন বাহির পথ কোন দিকে রয়েছে।

Related Articles

Back to top button