Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দক্ষিণের দাপটে কোণঠাসা বলিউড, সফল ছবির তালিকায় দু’নম্বরে যশের KGF 2

Updated :  Friday, May 6, 2022 9:56 AM

১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত দক্ষিণী অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিল দর্শকরা। অনেকদিন আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনলাইন টিকিট বুকিং থেকেই এই ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছিল। এখনও রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কেজিএফ চ্যাপটার ২’। রকি ভাইয়ের ঘোর কাটতেই চাইছে না ভারতীয় সিনেমাপ্রেমীদের উপর থেকে।

উল্লেখ্য, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইট অনুযায়ী, ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর হিন্দি সংস্করণ টেক্কা দিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’কে। দেশের সফল ছবি হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রশান্ত নীলের এই ছবি। তৃতীয় স্থানে রয়েছে ‘দঙ্গল’। আর প্রথম স্থান দখল করে রয়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’। উল্লেখ্য, দেশব্যাপী এখনো পর্যন্ত ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর হিন্দি সংস্করণের আয় ৩৯১.৬৫ কোটি টাকা। আর এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’এর হিন্দি সংস্করণের আয় ৫১০.৯৯ কোটি টাকা। ‘বাহুবলী ২’কে টেক্কা দিতে গেলে এখনো অনেকটা পথ যেতে হবে ‘কেজিএফ ২’কে।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সব দিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। বলাই বাহুল্য, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমত ভয় দেখাচ্ছে বলিউডকে।

তবে যতই হোক বলিউড বলিউডই। পুরো বিশ্বব্যাপী বক্সঅফিসের ব্যবসায় এগিয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, আমির খানের ‘দঙ্গল’। বিশ্বব্যাপী যে ছবির আয় ২.০২৪ কোটি টাকা। এই পরিমাণ সাফল্যকে এখনো পর্যন্ত টেক্কা দিতে পারেনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্যদিকে ‘বাহুবলী ২’এর বিশ্বব্যাপী আয় ১,৮১০ কোটি টাকা। তৃতীয় ছবি হিসেবে ‘আর আর আর’এর বিশ্বব্যাপী কালেকশন ১১১২ কোটি টাকা। আপাতত, বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এখনো পর্যন্ত যারা আয়, ১০৮৬ কোটি। তবে এই তালিকায় বলিউড এগিয়ে থাকলেও, পাল্লা ভারি দক্ষিণের।