Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খারাপ লাগাটা ভুলতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান প্রসেনজিৎ, KIIF-এ উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন

Updated :  Thursday, November 7, 2019 9:10 AM

কেয়া সেন : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিউডের ইন্ডাস্ট্রি তিনিই। তবে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অনুষ্ঠান কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ তাঁর উপস্হিতি নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, বুম্বাদার অভিমান।গত কয়েকমাস আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী।

আগামীকাল (০৮/১১/১৯) থেকে শুরু হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যাল, চলবে (১৫/১১/১৯) পর্যন্ত। কিন্তু এই সময়সীমাতেই কলকাতায় থাকছেন না বুম্বা দা।

আরও পড়ুন : ‘সাগরদ্বীপে যকেরধন’ : ট্রেলার রিভিউ

চলে যাচ্ছেন মুম্বাইতে, নিজের ছবির শ্যুটিংয়ে। তবে অভিনেতা এটাও জানিয়েছেন, শ্যুটিং না থাকলে তিনি খুব কম সময়ের জন্য হলেও, উপস্হিত থাকবেন ছবির মেলায়, তবে কন্ডিশন একটাই। তিনি মঞ্চে বসবেন না।