দেশ জুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছেন পিএম কেয়ার ফান্ড। দেশের মানুষের কাছে অনুরোধ করেছেন নিজেদের সাধ্যমতো সেখানে দান করতে। পিএম কেয়ার ফান্ড তৈরি হওয়ার পরই বলিউডের একাধিক সেলেব এই ফান্ডে টাকা দিয়েছেন। অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা, সলমন খান ২৫,০০০ দিন মজুরের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। বাকি অভিনেতা, অভিনেত্রীরাও নিজেদের সাধ্যমতো সাহায্য করেছেন। কিন্তু এতদিন বাদ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
এবার সেই তালিকায় নাম যোগ হলো শাহরুখ খানের। শাহরুখ খানের চারটি সংস্থাই দেশের বিভিন্ন জায়গায় অর্থ সাহায্য করবে বলে গতকাল টুইটে জানিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিস এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন ও রেড চিলিস ভিএফএক্স বিভিন্ন ভাবে সরকারের পাশে দাঁড়াবে।
টুইটারে কিং খান জানিয়েছেন, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট পিএম কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করবে। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০,০০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেবে। ‘এক সাথ’ নামে একটি সংস্থার সাথে মিলে মীর ফাউন্ডেশন মুম্বাইয়ের ৫০০০ পরিবারকে একমাস খাদ্য সরবরাহ করবে। এছাড়া রোটি ফাউন্ডেশনের সাথে মিলে মীর ফাউন্ডেশন ১০,০০০ দুঃস্থ মানুষকে খাবার দেবে প্রতিদিন। দিল্লিতে ২,৫০০ দিন মজুরের পরিবারকে একমাস প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেবে মীর ফাউন্ডেশন। উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তকে মাসিক টাকা দেবে তাঁর সংস্থা।
শাহরুখ খান টুইটে বলেন, ‘আমরা যখন ঘরে সুরক্ষিত আছি, তখন আমাদের সুরক্ষার জন্য বহু মানুষ খেটে চলেছেন। তাদের জন্য আমাদের কিছু করা উচিত। আমাদের এই ছোট প্রচেষ্টা সেইসব মানুষের জন্য। আমরা একসাথে এই সকল বাধা কাটিয়ে উঠবো।’