প্রত্যাবর্তন বুঝি একেই বলে। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে অকুতোভয়ে একাই লড়াই করে দলকে জয়ের স্বাদ এনে দিলেন কলকাতার তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং। এক সময় যখন মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া হয়েছে কলকাতার, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিং করে আইপিএলের ইতিহাসে এক নতুন রেকর্ড লিখলেন রিঙ্কু সিং।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অস্থায়ী অধিনায়ক রশিদ খান। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে গুজরাট টাইটান্স শিবির থেকে জানানো হয়, চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে অস্থায়ী অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে মাঠে নামে গুজরাট।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাঁই সুদর্শন (৫৩) এবং বিজয় শংকরের (৬৩) ইনিংসের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২০৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ১০ ওভার পার হতেই নিশ্চিত হতে শুরু করে গুজরাটের বিপক্ষে ম্যাচ হারতে চলেছে শাহরুখ খানের দল।
তবে শেষ মুহূর্তে রিঙ্কু সিংয়ের তুফানি ঝড়ে উড়ে যায় গুজরাট টাইটান্স। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য যখন কলকাতার সামনে লক্ষ্যমাত্রা ২৯ তখন জয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিঙ্কু সিং। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। এর পরে ওই ওভারের শেষ ৫ বলে ৫টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ফলে শেষ বলেই ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।