অপেক্ষার আর মাত্র কয়েক দিন। আইপিএলের সবকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা একাদশ তৈরি করতে ব্যস্ত। মেগা নিলামের ভুল শুধরে নতুনভাবে দল সাজাতে চলেছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের ম্যাচ সূচি প্রকাশ করেছে। দুটি গ্রুপে বিভক্ত দলগুলি গ্রুপ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলবে। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট মুখোমুখি হতে চলেছে। চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রানার্স কলকাতা নাইট রাইডার্স। শক্তিশালী চেন্নাইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ সে প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। চলুন দেখে নেওয়া যাক-
কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনার হিসেবে মাঠে নামাতে পারে তাদের বিধ্বংসী ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং মেগা নিলাম থেকে কেনা অজিঙ্কা রাহানেকে। এরপর আসবেন কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নীতীশ রানা। উইকেটরক্ষক হিসেবে খেলবেন শেলডন জ্যাকসন। এছাড়া অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। স্পিনার অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইন এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। পেস বোলার হিসেবে ভরসা রাখতে পারে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতীয় ক্রিকেটার শিভম মাভির উপরে।
চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য শক্তিশালী একাদশ: অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবী, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন
এক নজরে দেখে নিন কোন গ্রুপে কে রয়েছে-
গ্রুপ:-এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।