Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরের সিজনের জন্যও এই ৩ ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে KKR

Updated :  Thursday, May 30, 2024 7:26 AM

কলকাতা নাইট রাইডার্স (KKR) খেলেছে কলকাতা নাইট রাইডার্সের মতোই। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে আইপিএল খেতাব উত্তোলন করেছে কেকেআর। তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরা হয়েছে কলকাতা। সামনের মরসুমে হতে পারে মেগা অকশন। একাধিক বড় নাম করতে পারেন দল বদল। ক্লাবগুলোর কাছে রিটেন করার অপশনও থাকবে। এবার টিম গেমের জোরে আইপিএল জিতেছে কেকেআর। চ্যাম্পিয়ন দলের একাধিক প্লেয়ারকে ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। পারফরম্যান্সের দিক থেকে বিচার করলে কলকাতা কাদের রিটেইন করতে চাইবেন? চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য ৩ নাম।

হর্ষিত রানা- তরুণ কেকেআর পেসার এই বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছেন। ফাইনালে গুরুত্বপূর্ণ দু’টি উইকেট সহ ১৩ ম্যাচে ২০.১৬ গড়ে ১৯ উইকেট তুলে নেন তিনি। ২৭ বছর বয়সী এই পেসার ভালো কাটার, ধারাবাহিকভাবে অফ স্টাম্প লাইনে বোলিং করার ক্ষমতা এবং ডেথ ওভারে বুদ্ধিদীপ্ত বোলিং করে সবাইকে মুগধ করেছেন।

শ্রেয়স আইয়ার- শ্রেয়স তাঁর কৌশলগত দক্ষতার জোরে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। এবারের ট্রফি জিতে আইপিএলে তাদের এক দশকের খরা কাটিয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৯ গড়ে ৩৫১ রান করেছেন। আহমেদাবাদে কোয়ালিফায়ার ১ এ সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ জেতানো অর্ধশতরান করেন তিনি।

 

kkr may retain these three for IPL 2025

ফিল সল্ট- ডানহাতি ব্যাটার সুনীল নারিনের পরে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ১২ ম্যাচে ৩৯.৫৫ গড় এবং ১৮২.০১ এর স্ট্রাইক রেটে ৪৩৫ রান সংগ্রহ করেছেন। স্টাম্পের পিছনেও কার্যকর ছিলেন। অনিবার্য কারণে না হলে আগামী মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন লিস্টে থাকা উচিত ফিল সল্টের। ২৭ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার উইকেটরক্ষকের ভূমিকার জন্য দীর্ঘমেয়াদি সমাধান হতে পারেন।