আইপিএলের ১৭তম আসরের প্রথম ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে পরাজিত করে ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। তবে আজ দিনের দুটি খেলা উত্তেজনা ইতিমধ্যে উত্তেজিত করে তুলেছে ক্রিকেটপ্রেমীদের। আজ দিনের প্রথম খেলায় পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, দিনের দ্বিতীয় খেলায় শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।
গতবার আইপিএলে আশানুরূপ ফল না হলেও চলতি আইপিএলে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই লোককে আর সেই লক্ষ্যে আজ কলকাতার ঘরের মাটিতে অর্থাৎ ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিপক্ষে জয় দিয়ে নিজেদের আইপিএল যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
আমরা আপনাদের বলি, ইতিপূর্বে হায়দ্রাবাদ এবং কলকাতা সর্বমোট ২৫ বার মুখোমুখি হয়েছে আইপিএলের আসরে। যেখানে মাত্র ৯ বার জয় পেয়েছে হায়দ্রাবাদ এবং ১৬ বার জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। চলুন আজকের নিবন্ধে দেখে নেওয়া যাক, আজ দিনের দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-
কলকাতার সম্ভাব্য শক্তিশালী একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা।
হায়দ্রাবাদের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন