KKR দলের নতুন সদস্য, ৫ টি ছয় হাঁকালেন এক ওভারে (ভিডিও)

এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে নেয় ক্রিকেটার টম ব্যান্টন কে। তিনি এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে খেলতে ব্যস্ত। বিগ ব্যাশ লিগে তিনি দুর্দান্ত রানের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। একটি ম্যাচে মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চ কাঁপাতে তিনি যে প্রস্তুত এবং কেকেআর কর্তৃপক্ষ তাকে দলে নিয়ে যে কোনো ভুল করেননি তা বুঝিয়ে দিচ্ছেন তিনি।

আরও পড়ুন : ICC-র এই প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তুলুক ক্রিকেটের একাংশ, জানালেন পাকিস্তানি বোলার

ব্রিসবেন হিট এবং সিডনি থান্ডারের মধ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টম ব্যান্টন অর্জুন নায়ারকে এক ওভারে টানা পাঁচটি ছক্কা মারেন। ওভারের প্রথম বলে কোন রান নিতে না পারলেও পরপর পাঁচটি বলে ৫ টি ছয় মেরে ঐ ওভারে ৩০ রান নেন তিনি। দুটি বাউন্ডারি এবং সাতটি ছক্কা সহ এই ডানহাতি ওপেনার ১৯ বলে ৫৬ রান করে ক্রিস ট্রেমেনের বলে আউট হন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে আট এ নামিয়ে আনা হয়। ব্রিসবেন হিট ব্যান্টনের ব্যাটে ভর করে নির্দিষ্ট ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রানের বিশাল লক্ষ্য খাড়া করে।