Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian cricketer: হার্দিকের বিয়েতে নিজেদের স্ত্রী নিয়ে উপস্থিত থাকছেন কোহলি-রাহুল! রইল ছবি

Updated :  Wednesday, February 15, 2023 3:14 PM

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। চলতি এই সিরিজে বিরাট কোহলিদের ভাগ্য নির্ধারিত হবে, যে তারা ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কি না। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

তবে টেস্ট সিরিজের মধ্যেই একটি খবর সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর খবরটি হল, দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! সূত্রের খবর, হার্দিক পান্ডিয়ার বিয়েতে হাজার সেলিব্রেটির মধ্যে উপস্থিত থাকতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা। পাশাপাশি সদ্য বিবাহিত কে এল রাহুলও তার স্ত্রীকে নিয়ে উপস্থিত থাকবেন বিবাহ মণ্ডপে। জানা গেছে, বিমানবন্দরে একত্রে অবতরণ করেছেন হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল।
Indian cricketer: হার্দিকের বিয়েতে নিজেদের স্ত্রী নিয়ে উপস্থিত থাকছেন কোহলি-রাহুল! রইল ছবি

হার্দিক পান্ডিয়া দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? খবরটি শুনে নিশ্চয়ই হতচিত হয়ে পড়েছেন আপনিও। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে, নিজের স্ত্রীকেই পুনরায় বিবাহ করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। আসলে প্রথমবার যখন নাতাশাকে তিনি বিবাহ করেছিলেন তখন শুধুমাত্র হাতেগোনা কয়েকজন লোক আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে। তাই এবার জাঁকজমকপূর্ণভাবে নিজের পুনঃ বিবাহর মণ্ডপ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া।

আপনাদের জানিয়ে রাখি, বিয়ের আগে মাতৃত্বের খবর পেয়েছিলেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা। ফলে পান্ডিয়ার সাথে তাড়াহুড়ো করে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে তাদের একটি বছর দুয়েকের পুত্র সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক পান্ডিয়া।