Team India: WTC ফাইনাল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল, দুশ্চিন্তায় ভারতীয় শিবির

এমনিতেই ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, জসপ্রিত বুমরাহর মতো তারকা ক্রিকেটারকে হারিয়ে ভারতীয় দল এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় রয়েছে। কারণ আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট…

Avatar

এমনিতেই ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, জসপ্রিত বুমরাহর মতো তারকা ক্রিকেটারকে হারিয়ে ভারতীয় দল এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় রয়েছে। কারণ আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ফের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ভারতীয় ক্রিকেটার রাহুল নিজের ইনস্টাগ্রামে এক পোষ্টের মাধ্যমে এই সংবাদের সত্যতা প্রকাশ করেছেন।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান পায়ে চোট পান লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। মাঠের মধ্যেই দেখা যায় তিনি যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে লখনউয়ের কর্মকর্তারা এসে রাহুলকে মাঠের বাইরে নিয়ে যান। বিষয়টি দেখামাত্রই ম্যাচের ধারাভাষ্যকাররা দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে এল রাহুলের উপস্থিতি নিয়ে। এবার আইপিএল তো বটেই, WTC-র ফাইনালেও তিনি খেলতে পারবেন না।

এদিকে কে এল রাহুলকে হারিয়ে বিপদে পড়েছে লখনউ সুপার জায়েন্টস। যদিও রাহুলের পরিবর্তে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার করুণ নায়ারকে দলের সদস্য করে নিয়েছেন গৌতম গম্ভীর। তবে জানলে অবাক হবেন যে, আইপিএলের ইতিহাসে কে এল রাহুল একমাত্র ব্যাটসম্যান, যিনি টানা ৫ মরশুমে কোন দলের হয়ে ৫০০+ রান করেছেন। চলতি আইপিএলেও দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুলকে হারানোর প্রভাব খুব শীঘ্রই পড়বে লখনউ শিবিরে।