ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) এই ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। কিন্তু এই খুশির খবরের মধ্যে হটাৎই দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) থেকে ছিটকে গেলেন। বিসিসিআই (BCCI) নিজেদের টুইটারে এই খবরটি জানিয়েছে।
UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
More details ? https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L
— BCCI (@BCCI) January 5, 2021
রাহুলের বাঁ হাতের কব্জিতে চোট লেগেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার নেট প্র্যাকটিসের সময় যখন রাহুল ব্যাট করছিলেন তখনই তাঁর হাতের কব্জি মোচড় খায়। এরপর এই উইকেটরক্ষক ক্রিকেটার আগামী ২টি টেস্টে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না।
বিসিসিআই সচিব জয় শাহ প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে , “শনিবার এমসিজিতে টিম ইন্ডিয়া -র প্র্যাকটিস সেশনে নেটে ব্যাট করার সময় কে এল রাহুলের বাম কব্জি মুচড়ে যায়। বর্ডার -গাভাসকর ট্রফির শেষ দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। পুরো ফিট হয়ে অনুশীলনে ফিরতে ওঁর অন্তত তিন সপ্তাহ লাগবে। এখন উনি সরাসরি ভারতে ফিরে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করবেন।”