Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2022: আইপিএলের ইতিহাসে বিস্ময়কর রেকর্ড রাহুলের, যা নেই অন্য কোন ভারতীয় ব্যাটসম্যানের

Updated :  Sunday, May 29, 2022 10:19 PM

আইপিএলের মেগা আসর থেকে ছিটকে গেলেও আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিস্ময়কর রেকর্ড গড়লেন কে এল রাহুল। তাছাড়া সমগ্র আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই বিস্ময়কর রেকর্ড গড়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে ডেভিড ওয়ার্নার নাম লিখিয়েছিলেন এই তালিকায়। এই নিয়ে আইপিএলের টানা পাঁচ আসরে পাঁচ শতাধিক রান করে বিস্ময়কর রেকর্ডটি তৈরী করলেন রাহুল। ইতিপূর্বে, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলের টানা ছয় আসরে পাঁচ শতাধিক রান করেছিলেন ডেভিড ওয়ার্নার।

চলতি আইপিএলে কলকাতার বিরুদ্ধে খেলতে নেমে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন রাহুল। লম্বা ইনিংসের ফলশ্রুতিতে চলতি আইপিএলে আবারও টপকে যান পাঁচ শতাধিক রানের গন্ডি। এরপরেও থেমে থাকেননি কে এল রাহুল। আইপিএলে ১৬ ইনিংসে ব্যাটিং করে এখনো পর্যন্ত কে এল রাহুল ৬১৬ রান সংগ্রহ করেছেন। সাথে রয়েছে দুটি শতরানের ইনিংস। তাছাড়া প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল তার ব্যাট থেকে। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। যদিও চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৪টি শতকসহ ১৫ ইনিংসে মোট ৮২৪ রান করে কমলা টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন জস বাটলার।

চলতি আইপিএলে পার্পেল টুপির দৌড়ে স্পিনারদের রমরমা দেখা গেছে। হাসারাঙ্গা এবং যুজবেন্দ্র চাহাল যথাক্রমে ২৬ উইকেট দখল করে তালিকার প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আজকের মেগা আইপিএলে একটি উইকেট দখল করতে পারলে চলতি আইপিএলে কমলা টুপি নিশ্চিত করে ফেলবেন যুজবেন্দ্র চাহাল। আজকের মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শক্তিশালী রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। অর্থাৎ খেলার দ্বিতীয়ার্ধে নিশ্চিত হবে পার্পেল টুপি কার মাথায় থাকবে। অন্যদিকে কমলা টুপির দৌড়ে জস বাটলার শীর্ষস্থান দখল করেছেন। আজ তার ব্যাট থেকে রান না এলেও কমলা টুপি তার মাথাতেই থাকছে।