টেক বার্তা

বাজার ধরার আগেই শেষ হতে পারে বহু কোম্পানির স্বপ্ন, অবশেষে জানা গেল কবে আসছে অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার

Advertisement

অবশেষে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিক স্কুটারটি ভারতে কখন লঞ্চ হবে সে সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। হোন্ডা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি এতে কী কী ফিচার পাওয়া যাবে সে সম্পর্কেও তথ্য জানানো হচ্ছে এই পোস্টে। হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক স্কুটারের জন্য বহু ভারতীয় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। এখন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।

জাপানে এক ইভেন্টে হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক স্কুটার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণটি ২০২৪ সালে লঞ্চ হতে চলেছে। জানা গেছে যে হোন্ডা তাদের দুটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে, যার মধ্যে একটি হোন্ডা বাইক এবং অন্যটি হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিক স্কুটার হতে চলেছে। এর মধ্যে একটি প্রিমিয়াম লুক এবং অন্যটি নরমাল লুকের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হতে পারে। ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক লঞ্চ করা হবে বলে একাধিকবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Honda Activa electric

সংস্থাটি আরও জানিয়েছে যে অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণটি এশিয়া, ইউরোপ এবং জাপানে চালু হতে চলেছে। আসন্ন এই ইলেকট্রিক স্কুটারে আপনি দুই ধরণের ব্যাটারি বিকল্প পেতে পারেন। দারুণ সব ফিচার নিয়ে এটি বাজারে ছাড়া হচ্ছে। ওলা, আথার, ওকিনাওয়া ইত্যাদিকে কোম্পানিকে কঠিন প্রতিযোগিতা দিতে পারে অ্যাক্টিভা ইলেকট্রিক। এর দাম হতে চলেছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে এর অ্যাডভান্সড মডেলের দাম দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে দাম নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Related Articles

Back to top button