নির্বাচন শেষ, কে হবে বাংলায় জয়ী, জেনে নিন বুথ ফেরত জনমত সমীক্ষার ফলাফল
নির্বাচনের ফল বেরোবে আগামী ২ মে রবিবার
একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্বে উপস্থিত হয়েছে। আজ ২৯ এপ্রিল ছিল অষ্টম দফার নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনে লড়াই হয়েছে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের পূর্ণশক্তি দিয়ে নির্বাচনী ময়দানে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে তাদের শক্তি প্রদর্শন করেছে বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চা। নির্বাচনের ফল বেরোবে আগামী ২ মে রবিবার। তার আগে বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যম জনমত সমীক্ষা করেছে যে এবারের একুশে নির্বাচনে বাংলার মানুষ কাকে তাদের শাসক হিসাবে চাইছে।
সম্প্রতি এক্সিট পোলে কেউ কেউ জানিয়েছে যে এবার ক্ষমতায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অনেকের মত এবারের মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র কোন বিজেপি নেতা। তবে এই এক্সিট পোল কি? আসলে নির্বাচনের ফল কি হতে চলেছে তার আগাম আভাস পেতে বিভিন্ন বুথ ফেরত জায়গায় সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুযায়ী ঠিক করা হয় যে কোন দল নির্বাচনে জিততে পারে। যদিওবা এই এক্সিট পোলের ফল কোন পাকাপোক্ত ফল নয়। এটা পরিবর্তন হতেই পারে। এক কথায় বলা যেতে পারে মানুষের রায় নিয়ে ভোটের ফল সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা।
একুশে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের রায় অনুযায়ী C Voter সমীক্ষা করে জানিয়েছে যে বাংলা দখলের লড়াইয়ে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে ১৫২-১৬৪ আসন পেতে পারে। বিজেপি পাবে ১০৯-১২১ টি আসন। অন্যদিকে সংযুক্ত মোর্চা ১৪-২৫ টি আসন পেতে পারে। অন্য একটি জনপ্রিয় সংস্থা CNX তাদের এক্সিট পোল অনুযায়ী জানিয়েছে যে এবারের লড়াইয়ে এগিয়ে আছে বিজেপি। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮ আসন, তৃণমূল পেতে পারে ১২৮-১৩৮ আসন। বাম কংগ্রেস সংযুক্ত মোর্চা পাবে ১১-২১ টি।
এছাড়াP Marq এর জন্ম সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৬২ আসনে এগিয়ে আছে। বিজেপি পাচ্ছে ১১৩ আসন এবং সংযুক্ত মোর্চার ভাগ্যে আছে ১৩ আসন। তবে ওপরে উল্লিখিত কোন এক্সিট পোল সমীক্ষা নির্বাচনের আসল ফলাফল নয়। এই সমীক্ষা করা হয়েছে বুথ ফেরত জনতার মধ্যে। তবে এক্সিট পোল থেকে এটি স্পষ্ট যে এবার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে কঠিন টক্কর হতে চলেছে।