Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জন্মের ৫ মাস পর ছেলের নাম জানালেন কোয়েল মল্লিক

Updated :  Monday, October 26, 2020 8:39 AM

আজ মহাষ্টমী, টলি ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রী দুর্গাপুজোয় মেতে উঠেছেন। এবারে পুজোটা একটু অন্যরকম। বাইরে বাইরে প্যান্ডেল হোপিং নয় বাড়িতেই নিজের পরিবারকে সময় দিচ্ছেন প্রত্যেক অভিনেতা -অভিনেত্রীরা। টলিউডের বিখ্যাত জুটি হলেন নিসপাল সিং এবং কোয়েল মল্লিক। সদ্য বাবা মা হয়েছেন।

এই বছর সন্তানকে নিয়ে প্রথম পুজো এই যুগলের। মহাষ্টমীর দিন সপরিবারের একটি ছবি প্রকাশ্যে আনলেন। কোয়েল একটি কাঁথা স্টিচ শাড়ি আর নিসপাল সিং লাল পাঞ্জাবি পড়লেন। আর এদের নবাব পুত্র অষ্টমীতে হলুদ পাঞ্জাবি পড়ে পুজোর মজা উপভোগ করছেন।

৫ই মে কোয়েল আর নিসপালের ঘর আলো করে এসেছেন। আজ মহাষ্টমী তিথিতে ছেলের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি সপরিবারে ছবির সাথে ক্যাপশানে লিখলেন,” আজ শুভ মহা অষ্টমীর তিথি উপলক্ষে আমরা আমাদের ছোট্টদের নাম রাখলাম কবির….”। এই নাম প্রকাশ্যে আসতে আসতে ৩০ মিনিটে ১০ হাজার লাইক ছড়িয়েছে। নতুন নাম প্রকাশ্যে আসতে পরিচালক রাজ চক্রবর্তী কমেন্ট বক্সে লিখলেন,”ওলে বাবা লে” সাথে কিস ইমোজি। অন্যদিকে পরিচালক বিরসা দাশগুপ্ত ছেলের নাম শুনে কমেন্টস করলেন “সুন্দর নাম”। এই ছবি নিমেষেই ভাইরাল।

 

View this post on Instagram

 

On this auspicious occasion of Maha Ashtami we are pleased to share our little one’s name…‘KABIR’

A post shared by Koel Mallick (@yourkoel) on

প্রসঙ্গত, এবারে মল্লিক বাড়িতে দুর্গাপুজো হলেও আগের মতো কোনো আড়ম্বর, লোকসমারোহ থাকছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কোয়েল মল্লিক। এমনকি এবছর করোনা পরিস্থিতিতে মল্লিক বাড়ির পুজোয় বাইরে থেকে আসা অতিথি, সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ নিষেধ করেছেন। এবছরটা শুধুমাত্র সকলের সুরক্ষার্থে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়।