২০২৩ আইপিএলের মেগা আসর এখন সমাপ্তির পথে। ইতিমধ্যে চলতি আইপিএলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার লড়াইয়ে আজ মাঠে নামবে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ২৮শে মে সুপার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে চলতে আইপিএলের মেগা আসরের সমাপ্তি ঘটবে।
হাতে দুটি ম্যাচ বাকি থাকতে চলতি বছরে আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন জিও সিনেমার ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও তাদের সেই পছন্দের তালিকায় নাম নেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি কিংবা রবীন্দ্র জাদেজার। বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত একাদশে বিরাট কোহলির অনুপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
চলতি আইপিএলের সেরা একাদশের কথা বলতে গেলে বিশেষজ্ঞরা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলির ওপেনিং পার্টনার ফ্যাফ ডু’প্লেসিসকে। পাশাপাশি দলে দ্বিতীয় ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রাজস্থানের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। উল্লেখ্য, পুরো মরশুমে রোহিত শর্মার ব্যর্থতা তাকে সেরা একাদশ থেকে বাইরের রাস্তা দেখিয়েছে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটার শুভমান গিল।
পাশাপাশি বিশেষজ্ঞদের এই একাদশে হাই হিটার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন সূর্য কুমার যাদব এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন শিবম দুবে। এছাড়া হেনরিখ ক্লাসেনকে রাখা হয়েছে ষষ্ঠ বিকল্প রূপে। স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলের সাথে দলে জায়গা দেওয়া হয়েছে রশিদ খানকে। এছাড়া পেস বোলার হিসেবে সেরা একাদশে রাখা হয়েছে মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং চেন্নাইয়ের তরুণ ক্রিকেটার মাথিশা পাথিরানাকে।
এক নজরে ২০২৩ আইপিএলের সেরা একাদশ:
ফ্যাফ ডু’প্লেসি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, অক্ষর প্যাটেল, রশিদ খান, মোহম্মদ সখমি, মোহম্মদ সিরাজ, মাথিশা পাথিরানা।