মঙ্গলবার প্রকাশিত হওয়া আইসিসির টেস্ট ও একদিনের ক্রিকেট ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। এদিনের প্রকাশিত হওয়া তালিকাটিই হলো আইসিসির পক্ষ থেকে ২০১৯ এর শেষ ক্রমতালিকা। তাই শীর্ষস্থানে থেকেই ২০১৯ সালটি শেষ করতে চলেছেন বিরাট কোহলি।
২০১৯ সাল দারুন কেটেছে ভারতীয় ক্রিকেট দলের। টেস্টের সেরা পনের ব্যাটসম্যান এর মধ্যে ভারত থেকেই সুযোগ করে নিয়েছেন পাঁচজন ক্রিকেটার। ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে ৯১১ পয়েন্ট নিয়ে রয়েছেন স্টিভ স্মিথ। ৮৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চেতেশ্বর পুজারা(৭৯২) চতুর্থ। এছাড়া আজিঙ্কা রাহানে(৭৫৯) সপ্তম, মায়াঙ্ক আগরওয়াল(৭০০) দ্বাদশ, রোহিত শর্মা(৬৮৮) পঞ্চদশ স্থানে রয়েছেন।
আরও পড়ুন : অস্ট্রেলিয়ার একদিনের দলে ক্যাপ্টেন ধোনি, টেস্টে বিরাট
একদিনের ক্রিকেট ক্রমতালিকায় সেরা দশে মাত্র দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। বিরাট কোহলি ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন এবং রোহিত শর্মা দ্বিতীয় স্থান অর্জন করেছেন ৮৭৩ পয়েন্ট নিয়ে। এরপর সেরা পনের জনের তালিকাতেও নেই কোন ভারতীয় ক্রিকেটারের নাম।
বোলারদের মধ্যে টেস্ট তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৯ এর আগস্টে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন একাদশ ও মহম্মদ শামি দ্বাদশ স্থানে রয়েছেন। একদিনের তালিকাতে শীর্ষস্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ এরপর কুলদীপ যাদব আছেন দ্বাদশ এবং যুজবেন্দ্র চাহাল পঞ্চদশ স্থানে।