তড়িৎ ঘোষ : ভারতবর্ষের মাটিতে প্রথমবারের জন্য হতে চলেছে দিন-রাতের টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পরেই দিন-রাতের টেস্ট হওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়। বাংলাদেশের বিরুদ্ধে হতে চলা দ্বিতীয় টেস্ট অর্থাৎ ২২-২৬ শে নভেম্বর ইডেন গার্ডেনে বসবে গোলাপি বলের টেস্টের আসর।
সূত্রের খবর গোলাপি বলের টেস্ট ম্যাচের আগে কলকাতার রাজপথ গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠতে চলেছে। এক্ষেত্রে সিএবি ও কলকাতা পৌরসভা যৌথভাবে কাজ করবে। এছাড়াও সিএবি কলকাতা শহর জুড়ে এই ম্যাচের হোডিং লাগাতে চলেছে।
এই ঐতিহাসিক ম্যাচটিকে ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সিএবি। অলিম্পিক জয়ী ও একঝাঁক তারকা সহ দুই দেশের প্রধানমন্ত্রী আসছেন এই ম্যাচ দেখতে। এছাড়াও থাকছে আরো অনেক চমক।