গতকালই একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ১লা জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়ার জন্য। তবে সেই নির্দেশ না মেনে মন্দির বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের পরিবহনে যদি এতো অনিয়ম হতে পারে, তবে মন্দির, মসজিদ খুলতে অসুবিধা কীসের। এতে সবাই এই বিপদের দিনে প্রার্থনা করতে পারবে। তাই ৭২ ঘন্টা পরিষ্কার করার সময় দিয়ে ১লা জুন থেকে মন্দির, মসজিদ, গীর্জা এবং গুরদ্বারা খোলার নির্দেশ দেন তিনি। তবে কিছু বিধিনিষেধ মেনে চলার কথাও বলেছেন তিনি। যেমন- ১০ জনের বেশি প্রবেশ না করা, জমায়েত না করা এছাড়া স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।
শুধু তাই নয় ৮ই জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসও খুলে দেওয়ারও কথা বলা হয়। তবে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ জানায়, যে এখনই মঠ ও মন্দির প্রাঙ্গণ সকলের জন্য খোলা হবে না। অন্তত আগামী ১৫ দিনের মধ্যে নয়ই। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ১৫ই জুনের পর একটি বৈঠকের মাধ্যমে। অন্যদিকে, এই মন্দিরগুলি ছাড়াও তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষও এখনই এই নির্দেশ মানতে নারাজ।