গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে (ফতোরদা স্টেডিয়াম) চেন্নাইয়ান এফসি কে ৩-১ গোলে পরাজিত করে একমাত্র দল হিসেবে তৃতীয়বার ইন্ডিয়ান সুপার লিগ জয়ের কৃতিত্ব অর্জন করলো এটিকে। আইএসএল এর প্রথম সংস্করণ জিতেছিলো এটিকে এরপর তৃতীয়টি এবং এবার ষষ্ঠ সংস্করণটিও জিতল তারা। অ্যান্তনিও লোপেজ হাবাস কোচ হিসেবে দুইবার আইএসএল জয়ের রেকর্ড গড়লেন। আইএসএল এর প্রথম সংস্করণে প্রধান কোচ হিসেবে ছিলেন হাবাস এবং ষষ্ঠবারেও তাকে ফিরিয়ে আনে এটিকে।
ম্যাচের ১০ মিনিটে রয় কৃষ্ণার পাশ থেকে অসাধারণ একটি গোল করে এটিকে কে ১-০ তে এগিয়ে দেন হাবিয়ার হার্নান্দেজ। যদিও চোটের জন্য ম্যাচের ৪০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক রয় কৃষ্ণা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। রয় কৃষ্ণা উঠে যাওয়ার পর অনেকেই ভেবেছিলো যে এটিকের জয়ের আশা হয়তো শেষ কিন্তু তা ভুল প্রমাণ করেন এটিকের অন্যান্য খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় ডেভিড উইলিয়ামসের পাশ থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন এডু গার্সিয়া। ম্যাচের ৬৯ মিনিটের মাথায় চেন্নাইয়ানের ভালস্কিস অসাধারণ একটি গোল করে ব্যবধান কমান।
আরও পড়ুন : পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত
২-১ ব্যবধান হয়ে যাওয়ার পর চেন্নাইয়ান মরিয়া চেষ্টা করে ম্যাচে ফিরে আসার কিন্তু গলি প্রাচীরের মত রুখে দাঁড়ান অরিন্দম ভট্টাচার্য। আজ প্রায় অবিশ্বাস্য কয়েকটি গোল বাঁচান অরিন্দম সেইজন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। হাবি হার্নান্দেজ পুরো শিশির ঝরে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও ফাইনালে অসাধারণ খেলেছেন। ম্যাচের একদম শেষে প্রণয় হালদারের পাস থেকে গোল করে চেন্নাইয়ানের কফিনে শেষ পেরেকটি পুঁতে এটিকের জয় নিশ্চিত করেন হার্নান্দেজ। করোনা আতঙ্কের জন্য দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচ কিন্তু জয়ের উদযাপন তো আর বন্ধ হবে না। কলকাতায় ফিরে আসার পর উদযাপন হবে।