Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন’, শোভন-বৈশাখীকে বেনজির আক্রমণ কুনালের

Updated :  Friday, June 18, 2021 10:17 AM

শোভন চট্টোপাধ্যায় এবং কুনাল ঘোষ তরজা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এর আগেও কুনাল ঘোষ শোভন এবং বৈশাখিকে গ্লাক্সো বেবি এবং ফুলটুসি সঙ্গে তুলনা করেছিলেন। নাম না করে আরো একবার শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বৃহস্পতিবার আরো একবার নিজের টুইটার হ্যান্ডেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। তিনি লিখেছেন, ” আহা তাহলে শুধু একজন কেন, যারা নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন, মায়ার খেলায় সম্পত্তি দখল করেন, তাদের সকলকেই সুরক্ষা দেওয়া হোক, আর চলমান জুয়েলারি হলে তো চাইতেই পারেন।”

সম্প্রতি জামাইষষ্ঠীর দিন শোভন চট্টোপাধ্যায় নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর নামে লিখে দেন বলে জানাগেছে। শোভন চট্টোপাধ্যায় নিজের সম্পত্তির সম্পূর্ণ পাওয়ার অফ এটর্নি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে দিয়েছেন। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম যুক্ত করে নিয়েছেন মিডিল নেম হিসেবে। তিনি লিখেছেন তারা দুজনে আমি থেকে আমরা হওয়ার পরিকল্পনা নিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় এর নাম মিডিল নেম হিসেবে যুক্ত করা, অন্যদিকে শোভনের নিজের বান্ধবী কে সমস্ত সম্পত্তি দান করা, সব নিয়েই কটাক্ষ করেছেন কুনাল ঘোষ।

এই পদক্ষেপের পরেই শোভন চট্টোপাধ্যায় কে গোলপার্কের ফ্ল্যাট ছাড়ার কথা জানিয়ে নোটিশ পাঠিয়ে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর দাদা শুভাশীষ দাশ। সেই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় বলেন, উনার কাছে কাগজ আছে এবং উনি সেটা আদালতে গিয়ে দেখাতে পারবেন। তার পাশাপাশি রত্না চট্টোপাধ্যায় যে ফ্ল্যাটে থাকেন সেটিও নিজের বলে দাবি করেন। কিন্তু, তার শশুর মশাই দুলাল দাস শোভনকে স্পষ্টভাবে জানিয়ে দেন, গোলপার্কের ফ্ল্যাট তাকে ছাড়তে হবে এবং খুব শিগগিরই।

বুধবার থেকে শোভন-বৈশাখিকে নিয়ে দিনভর টানাপোড়েন চলছে, তার মধ্যে কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় কে ডামি জামাই বলে কটাক্ষ করতেও ছাড়লেন না। ফ্লাটের ঘটনার পরেই আবারো বৃহস্পতিবার শোভন এবং বৈশাখী কে একযোগে কটাক্ষ করেন কুনাল ঘোষ।