নিউজপলিটিক্সরাজ্য

‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে শোভনকে আইনি নোটিস কুণাল ঘোষের

কুণাল (Kunal Ghosh) কে সম্প্রতি 'ক্রিমিনাল' বলে সম্বোধন করেন শোভন (Sovan Chaterjee), সেই বিষয়কে নিয়ে শোভনকে আইনি চিঠি কুণালের

Advertisement

মানহানির মন্তব্যের অভিযোগ। এইবার প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা কলকাতা পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chaterjee) আইনি চিঠি পাঠালেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই বিষয়ে এখনও কোন কিছু মন্তব্য শোনা যায়নি বিজেপি নেতা শোভনের পক্ষ থেকে।

গেরুয়া শিবিরে সক্তিয় হওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছে তৃণমূল নেতারা। ব্যতিক্রমী নন শাসক শিবিরের নেতা কুণাল ঘোষ ও। তিনিও বার বার আক্রমন করেছেন বিজেপি নেতা তথা কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে। তার নিশানায় দেখা গিয়েছে প্রাক্তন মেয়র শোভনের বান্ধবী তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও (Baishakhi Banerjee)। এর পালটা উত্তর ও দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কুণালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন বিজেপি নেতা। এমনকি কুণালকে ‘ক্রিমিনাল’ বলেও কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই এইবার পদক্ষেপ নিতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। সূত্র হতে জানা গিয়েছে যে, মানহানিকর মন্তব্য এবং মিথ্যা অভিযোগের কারণে বিজেপির নেতা শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল ঘোষ।

২১ এর ভোট যত এগিয়ে আসছে , তত বেড়ে চলেছে বিজেপি তৃণমূলের একে অপরকে আক্রমণের পালা। ভোটের ময়দানে নিজেদের অস্তিত্ব বোঝাতে ব্যাক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না অনেকেই। যা নিয়ে শুরু হচ্ছে তরজা। আইনি পথেও হাঁটছেন কেউ কেউ। সম্প্রতি ‘গুন্ডা’ বলে কটাক্ষ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিঃর্শত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন। বলা বাহুল্য, এই বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও চিঠি পাঠিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।

Related Articles

Back to top button