Sim Card Closed: ব্যবস্থা নিচ্ছে সরকার, শিগগিরই নিষিদ্ধ করা হবে ১৮ লাখ মোবাইল সিম, শাস্তি পাবে এসব মানুষ
কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনা তৈরি করেছে, যার আওতায় প্রায় ১৮ লাখ সিম ও মোবাইল সংযোগ বন্ধ করা হবে। এই প্রথম এত রেকর্ড সংখ্যায় মোবাইল সংযোগ ও সিম কার্ড বন্ধ করতে চলেছে সরকার। গত ৯ মে টেলিযোগাযোগ বিভাগ জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো টেলিকম সংস্থাগুলিকে ২৮,২২০টি মোবাইল ব্যান্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ মোবাইল সংযোগ পুনঃযাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়। দেশ থেকে সাইবার ক্রাইম ও অনলাইন জালিয়াতি দূর করতে পরিকল্পনাটি তৈরি করেছে মোদী সরকার।
যার আওতায় সরকারি-বেসরকারি সংস্থার সহায়তায় অনলাইন প্রতারকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, টেলিকম সংস্থাগুলি মোবাইল সংযোগ এবং সিম কার্ডগুলি পুনরায় যাচাই করবে, তারপরে তারা সেগুলি ব্লক করতে পারে। টেলিকম সংস্থাগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে জাল মোবাইল ও সিম কার্ড বন্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশে মোবাইল ফোনভিত্তিক সাইবার অপরাধ ব্যাপক হারে বেড়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল অনুসারে, ডিজিটাল আর্থিক জালিয়াতির ফলে ২০২৩ সালে প্রায় ১০,৩১৯ কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্ষেত্রে ৬ লাখ ৯৪ হাজার অভিযোগ জমা পড়েছে। অন্য অঞ্চলের বিভিন্ন অঞ্চলের সিম ব্যবহার করা হয়। গত বছর সাইবার জালিয়াতিতে জড়িত ৩৭ হাজার সিমকার্ড বন্ধ করা হয়েছে। এ সময়ে প্রায় ১ কোটি ৭০ লাখ মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে। এ ছাড়া ১ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট ব্লক করা হয়েছে।