PAN-Aadhaar সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র, জেনে নিন নতুন তারিখ
বড় খবর! PAN-Aadhaar সংযোগের নতুন সময়সীমা জেনে নিন
স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার সংযোগ করার জন্য সরকার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এবার সংযোগের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। এর আগে, Aadhaar PAN কার্ড সংযুক্তকরণের শেষ তারিখ ছিল 30 জুন, 2021পর্যন্ত।প্রসঙ্গত, এর আগেও 31 মার্চ থেকে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল সময়সীমা। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আইনের ধারা ১৩৯ এএ এর আওতায় PAN Card য়ের সাথে Aadhar সংযোগের শেষ তারিখ, ৩০ শে জুন, ২০২১ থেকে বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ অব্দি করা হয়েছে,”
PAN Card Aadhar য়ের সাথে সংযুক্ত না করলে কী হবে?
কেন্দ্রীয় প্রত্যক্ষ ট্যাক্স বোর্ড (CBDT) একটি প্রজ্ঞাপনে বলেছে, কেউ যদি প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হয় তবে তার কার্ড বাতিল হয়ে যাবে। আগামী ৩০ সেপ্টেম্বরের পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ অক্টোবরের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে শোনা গিয়েছে। সে ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই এই কাজটি সেরে ফেলুন। একদিকে কার্ড বাতিল হওয়ার পাশাপাশি বাতিল কার্ডে কোনো ট্রানজাকশন করলে আপনাকে গুনতে হতে পারে দশ হাজারের জরিমানাও।
কীভাবে লিঙ্ক করাবেন?
অনলাইনে আধার ও প্যানকার্ড লিঙ্ক করাতে www.incometaxindiaefiling.gov.in সাইটে যেতে হয়। তবে বর্তমানে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে এই কাজ করতে গিয়ে। গত মঙ্গলবার আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টুইট করে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন তিনি। ৭ জুনের পর আয়কর দফতরের নতুন E-Filing Portal লঞ্চ করার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।
তবে অনলাইনের ঝঞ্ঝাট পেরিয়ে অফলাইনে ও আধার-প্যান সংযুক্তিকরণ সম্ভব। ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করে আবেদন জানাতে পারবেন আপনি। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar।এছাড়াও যদি মোবাইল ফোনের মাধ্যমে কাজ করতে একান্তই সমস্যা হয় তবে আপনি এনএসডিএল এবং ইউটিআইটিএসএল এর প্যান পরিষেবা কেন্দ্রগুলি থেকে অফলাইনেও লিঙ্ক করতে পারেন।